পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Raj Kundra Biopic: অশ্লীল ছবি তৈরিতে অভিযুক্ত, রাজ কুন্দ্রার জেলজীবন এবার বড়পর্দায়; মুক্তি পেল ছবির ট্রেলার - Raj Kundra Biopic UT 69

ছবিতে উঠে আসছে পরিচালক রাজ কুন্দ্রার জেলজীবন ৷ তাঁর বিরুদ্ধে উঠেছিল অশ্লীল ছবি তৈরির অভিযোগ ৷ বুধবার অভিনেত্রীর শিল্পা শেট্টির হাত ধরে মুক্তি পেল এই ছবির ট্রেলার ৷

Raj Kundra Biopic UT 69
রাজ কুন্দ্রার জেলজীবন এবার বড়পর্দায়

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 7:43 PM IST

হায়দরাবাদ, 18 অক্টোবর: শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা খবরের শিরোনামে উঠে এসেছিলেন পর্নোগ্রাফিক ছবি তৈরির সঙ্গে যুক্ত থাকার কারণে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, অশ্লীল ছবি তৈরি করেছেন তিনি ৷ এর জন্য় বেশ কিছুদিন জেলেও কাটাতে হয়েছিল তাঁকে ৷ আপাতত অবশ্য় জামিনে মুক্ত এই প্রথিতযশা ব্যবসায়ী ৷ আর জেল থেকে বেরিয়ে এবার অভিনয় জগতে পা রাখলেন তিনি ৷ বুধবার স্ত্রী শিল্পার হাত ধরে মুক্তি পেল রাজ কুন্দ্রার বায়োপিক 'ইউটি 69'-এর ট্রেলার ৷

'ইউটি 69'-এর ট্রেলারে উঠে আসবে তাঁর জেল জীবনের ইতিবৃত্ত ৷ গ্রেফতার হওয়ার পর কেমন কেটেছিল কারাগারে দু'টো মাস ৷ কী কী শুনতে হয়েছে তাঁকে ? জেলের খাবার-দাবার, জীবনযাপন পুরোটাই তিনি তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷ প্রসঙ্গত, 2021 সালে জুলাই মাসে গ্রেফতার করা হয় তাঁকে ৷ এরপর সেপ্টেম্বরে তাঁকে জুডিশিয়াল ডিটেনশনে পাঠায় আদালত ৷ তারপরেই শুরু হয় রাজের জেলজীবন ৷ এই ছবির পরিচালক শাহনওয়াজ আলি ৷

ছবির ট্রেলারটি শেয়ার করে শিল্পা লিখেছেন, "শুভকামনা রইল কুকি ৷ তুমি সাহসী ৷ আর তোমার চরিত্রের এই দিকটাই আমার সবচেয়ে ভালো লাগে ৷" তাঁর সাহস ও দৃঢ়তারও এদিন প্রশংসা করেছেন অভিনেত্রী ৷ প্রসঙ্গত, রাজ কুন্দ্রাকে এর আগে দেখা যেত মুখোশ পরে থাকতে ৷ তাঁর দাবি ছিল, সংবাদমাধ্যমের কর্মীদের এড়াতেই এই মুখোশ ব্যবহার করছেন তিনি ৷ এবার সেই মুখোশ খুলে অভিনেতা হিসাবে ক্যামেরার সামনে হাজির হলেন তিনি ৷

আরও পড়ুন:জুনিয়র এনটিআর হৃতিক রোশনের 'ওয়ার 2' ছবির শুটিং শুরু! ভাইরাল ছবি ঘিরে জল্পনা

ছবির প্রসঙ্গে বলতে গিয়েও এদিন শিল্পার কথা তুলে আনেন তিনি ৷ রাজ বলেন, "শুরুর দিকে ওর এই কনসেপ্টটা নিয়ে একটু সন্দেহ ছিল ৷ ওর মনে হয়েছিল এটা হয়তো তৈরিই হবে না ৷ তারপর আমি পরিচালক শাহনওয়াজকে বলি ওকে বিষয়টা বলতে ৷ ও একটা ছোট্ট ন্যারেশন দেয় ৷ তারপর ও আরও একবার ভাবে আর বোঝে কেস নিয়ে কিছুই এখানে নেই ৷ সিস্টেমের বিরুদ্ধেও কোনও কথা বলা নেই ৷"

ABOUT THE AUTHOR

...view details