মুম্বই, 12 অক্টোবর: 'ডাবল এক্সএল' দিয়ে ক্রিকেটের 'গব্বর' (Shikhar Dhawan) এর অভিষেক হতে চলেছে ফিল্মি দুনিয়ায় (Bollywood) ৷ বাইশ গজের স্টারকে বলিউডে কেমন লাগবে তা দেখতে মুখিয়ে আট থেকে আশি সকলেই ৷
মঙ্গলবার অভিনেত্রী হুমা কুরেশি ইনস্টা অ্যাকাউন্টে এই ছবিটি শেয়ার করেছেন ৷ ছবিটিতে দেখা গিয়েছে শিখর ধাওয়ান ও হুমা কুরেশি (Huma Qureshi) একসঙ্গে হাত ধরে নাচছে । ফিল্মি দুনিয়ায় পা দেওয়া বাইশ গজের স্টারের পরনে রয়েছে একটি কালো স্যুট ৷ তাঁর এই লুক অনেকেই বিমোহিত হয়েছেন । অভিনেত্রী হুমা কুরেশি আরেকটি ছবিও শেয়ার করেছেন ৷
সেটিতে তিনি শিখরের সঙ্গে হাসিতে মেতে উঠেছেন ৷ আর এই ছবিটি শেযারের পর শিখরের অগণিত ভক্তরা সঙ্গে সঙ্গে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন ৷ পাশাপাশি সকলেই তাঁকে এই রূপোলি পর্দার ঝলকে দেখতে মুখিয়ে রয়েছেন ৷ তার মধ্যে কোনও ভক্ত লিখেছেন, 'হে ভগবান! কী বিরাট ব্যাপার'! কেউ লিখেছেন, 'ওয়াহ জি ওয়াহ' ৷
ছবির মূল কাহিনী বডি শেমিংয়ের প্রতিবাদকে ঘিরেই গড়ে উঠেছে ৷ 'মোটা' শরীরের জন্য কেরিয়ারের শুরুর দিকে কটাক্ষের শিকার হয়েছেন হুমা ও সোনাক্ষী ৷ আর এবার তাঁদের দু'জনকেই 'ডাবল এক্সএল' এ প্রধান চরিত্রে দেখা যাবে। ছবিতে আরও অভিনয় করেছেন জহির ইকবাল। আসন্ন এই ছবিটির কাহিনী লিখেছেন মুদাসসার আজিজ ৷ পরিচালনায় রয়েছেন সাতরাম রামানি। প্রযোজনায় রয়েছে টি-সিরিজ, ওয়াকাও ফিল্মস এবং এলিমেন-3 এন্টারটেইনমেন্ট ৷ আসন্ন 'ডাবল এক্সএল' ছবিটি আগামি মাসের 4 নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ৷
আরও পড়ুন:মনের যত্ন নিন ! বায়োস্কোপে বারবার বার্তা দিয়েছে বলিউড