কলকাতা, 5 জানুয়ারি:শুরু হল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ও প্রযোজিত 'আমার বস' ছবির শুটিং । আজ সকালেই সল্টলেক সেক্টর ফাইভের ইনফিনিটি বিল্ডিং-এর একটি ফ্লোরে পুজো দিয়ে শুটিং শুরু করলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় । এই ছবিতে তিনি নিজে অভিনয়ও করবেন ৷ শুটিং শুরুর ছবিও তিনি সোশাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিয়েছেন ।
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রুতি দাসকে । রয়েছেন আরও অনেকে । অনেক বছর পর বাংলা ছবিতে দেখা যাবে রাখিকে । 2003 সালে ঋতুপর্ণ ঘোষের 'শুভ মহরৎ' ছবিতে রাঙা পিসিমার ভূমিকায় অভিনয় করেন তিনি । এই চরিত্রের জন্যই 'বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস' হিসেবে জাতীয় পুরস্কার পান রাখি । এরপর 2019 সালে গৌতম হালদারের পরিচালনায় 'নির্বাণ' ছবিতে অভিনয় করেন রাখি । যদিও ছবিটি মুক্তি পায়নি । আর গতবছরই পরলোকে পাড়ি দিয়েছেন গৌতম হালদারও ।
এবার 2024 সালে আবার টলিউডের অন্যতম ব্যস্ত প্রযোজক তথা পরিচালকদের সঙ্গে বাংলা ছবিতে ফেরত এলেন তিনি । ছবিতে কে কী রকম চরিত্রে রয়েছেন তা জানা যায়নি এখনও । তবে খুব গ্ল্যামারাস একটা চরিত্রে শ্রুতিকে পাওয়া যাবে বলে খবর ।