পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Raktabeej Shooting: শুরু 'রক্তবীজ'-এর শ্যুটিং, ক্ল্যাপবোর্ড হাতে জানান দিলেন নির্মাতারা

'রক্তবীজ'-এর শ্যুটিং শুরু করে দিলেন শিবু-নন্দিতা ৷ বুধবার ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে জানাল প্রযোজনা সংস্থা (Shiboprosad Nandita Directional Film Raktabeej)৷

Raktabeej Shooting
রক্তবীজের শ্যুটিং শুরু করে দিলেন শিবু নন্দিতা

By

Published : Mar 15, 2023, 2:31 PM IST

কলকাতা, 15 মার্চ:শুরু হয়ে গেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের নতুন ছবি 'রক্তবীজ'-এর শ্যুটিং ৷ এর আগেই ছবির পোস্টার মুক্তি পেয়েছে ৷ সেখানে নির্মাতারা জানিয়েছিলেন পুজোতেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই নতুন প্রজেক্ট ৷ ছবিতে কারা কারা রয়েছেন তাও জানিয়েছিল প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশন(Shiboprosad Nandita Directional Film Raktabeej) ৷

শিবু-নন্দিতা জুটির এই নতুন ছবির শ্যুটিং শুরুর কথাও জানানো হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকেই ৷ বুধবার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন নির্মাতারা ৷ যেখানে একটি পোড়ো বাড়ির সামনে ধরা হয়েছে 'রক্তবীজ'-এর ক্ল্যাপবোর্ড ৷ ছবির ক্য়াপশনে লেখা হয়েছে, 'যাত্রা শুরু হল আজ থেকে...এই দুর্গা পুজোয় আসছে রক্তবীজ!' ছবিতে অভিনয় করতে চলেছেন সত্য়ম ভট্টাচার্য, আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্য়ায়, মিমি চক্রবর্তী, দেবাশিস মণ্ডল, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য-এর মতো অভিনেতা অভিনেত্রীরা ৷

ছবির গল্প সংক্রান্ত তথ্য় এখনও সেভাবে সামনে আসেনি ৷ এর আগে ছবির পোস্টার শেয়ার করে নির্মাতারা লিখেছিলেন, 'যা চণ্ডী মধুকৈটভাদিদৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী/ যা ধূম্রেক্ষণচণ্ডমুণ্ডমথনী যা রক্তবীজাশনী ৷ রক্তবীজের সঙ্গে যুদ্ধে কে বাঁচাবে বাংলাকে ? নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রক্তবীজ আসছে পুজোয় । এবার যুদ্ধ হবে ।' তবে গল্প কেমন তা নিয়ে কোনও আভাস এই পোস্টেও ছিল না ৷ এর আগে এই পরিচালক জুটি পর্দায় হাজির হয়েছিলেন 'হামি 2' ছবি নিয়ে ৷ যা রীতিমতো সাফল্য পেয়েছিল প্রেক্ষাগৃহে ৷

এবার 'রক্তবীজ'-ও কি সেই সাফল্যের মুকুটে আরেকটি পালক হবে? নাকি শিবু-নন্দিতার গতানুগতিক ধারার বাইরের ছবি দর্শক ততটা পছন্দ করবেন না ৷ যদিও গল্পের বিষয় যেহেতু সামনে আসেনি তাই এখনই বলা উচিত নয় এই ছবি শিবু-নন্দিতা জুটির গতানুগতিক ধারার ছবি হবে নাকি হবে না? তবে প্রথম পোস্টার দেখে কিছু অলৌকিক এবং রহস্য়ের আভাস মিলেছে ৷ একথা আদৌ সত্যি কি না তা জানতে অপেক্ষা করতেই হবে পুজো পর্যন্ত ৷

আরও পড়ুন:প্রয়াত শাহিদের 'ফরজি' খ্যাত অভিনেতা সমীর খাখর

ABOUT THE AUTHOR

...view details