পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shekhar Kapur On Masoom: 40 বছর পর আবারও বড় পর্দায় আসতে চলেছে শেখর কাপুরের 'মাসুম' - Shekhar Kapur On Masoom

40 বছর পর সিলভার স্ক্রিনে তৈরি হতে চলেছে বলিউডের কাল্ট ছবি 'মাসুম' ৷ নেপথ্যের ক্যাপ্টেন শেখর কাপুর ৷ ছবির নামও এসেছে সামনে ৷ জানা গিয়েছে, সিক্যুয়েল এই ছবির নাম হতে পারে 'মাসুম- দ্য নিউ জেনেরেশন' ৷

Shekhar Kapur On Masoom
বড় পর্দায় আসতে চলেছে শেখর কাপুরের 'মাসুম'

By

Published : Jun 6, 2023, 10:31 PM IST

হায়দরাবাদ, 6 জুন: প্রায় 40 বছর পর আবার মুক্তি পাবে বলিউডের কাল্ট ছবি 'মাসুম' ? সেই উত্তর এখনও স্পষ্ট নয় ৷ তবে বলিউডে গুঞ্জন পরিচালক শেখর কাপুর 'মাসুম' ছবির সিক্যুয়েল তৈরি করতে চলেছেন ৷ ছবির নাম, 'মাসুম- দ্য নিউ জেনেরেশন'৷ এই খবর সামনে আসতেই, দর্শকদের মধ্যে এক কৌতুহল তৈরি হয়েছে ৷ যে ছবির হাত ধরে বলিউডে জার্নি শুরু করেছিলেন শেখর কাপুর, সেই ছবি এতগুলো দশক পেরিয়ে আরও একবার !

1983 সালে বলিউডে মুক্তি পেয়েছিল 'মাসুম' ৷ ছবির চিত্রনাট্য লিখেছিলেন প্রখ্যাত গীতিকার গুলজার ৷ 1980 সালে মুক্তি পাওয়া এরিখ সেগালের 'ম্যান, উইম্যান অ্যান্ড চাইল্ড' ছবির কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি ৷ কাহিনীতে ফুটিয়ে তোলা হয়েছিল, একটি সুখী দাম্পত্য পরিবার ৷ যাঁদের দুই মেয়েকে নিয়ে সুখের সংসার ৷ সেই সংসারে ঝড় ওঠে যখন স্বামীর আগের সম্পর্কের সন্তান তাঁদের জীবনে প্রবেশ করে ৷ নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, জুগল হংসরাজ, সুপ্রিয়া পাঠক, সয়ৈদ জাফরি ও উর্মিলা মাতন্ডকর অভিনীত এই ছবি দর্শক মনে জায়গা করে নিয়েছিল ৷

পরিচালক হিসাবে প্রথম এই ছবি দিয়েই বিটাউনে পথ চলা শুরু করেছিলেন শেখর কাপুর ৷ তাঁর পরিচালিত সর্বশেষ ছবি কমেডির মোড়কে তৈরি 'হোয়াট'স লাভ গট টু ডু উইথ ইট?' মুখ্যচরিত্রে দেখা গিয়েছে, লিলি জেমস, এমা থম্পসন, শাহজাদ লতিফ, সজল আলি ও আজমি ৷ ছবিটি 2022 সালের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনে দেখানো হয়েছিল ৷ গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি ৷

আরও পড়ুন: পর্দায় জমবে বিজয়-তমন্নার কেমিস্ট্রি, মুক্তি পেল 'লাস্ট স্টোরিস 2' ছবির টিজার

তবে শুধু 'মাসুম' নয়, বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন পরিচালক শেখর কাপুর ৷ 'মাসুম'-এর পর 1987 মুক্তি পায় সাইন্স-ফিকশন ছবি 'মিস্টার ইন্ডিয়া' ৷ তালিকায় রয়েছে 'বন্ডিত কুইন'-এর মতো ছবিও ৷ এছাড়াও 'এলিজাবেথ: দ্য গোল্ডেন এজ' মুক্তি পায় 2007 সালে ৷ এবার 'মাসুম' ছবির সিক্যুয়েল শেখর কাপুরের চেনা ঘরানা ধরে রাখতে পারে না কি না, তা সময়ই বলবে ৷

ABOUT THE AUTHOR

...view details