মুম্বই, 12 জানুয়ারি:নতুন বছরের শুরুতেই পর্দায় ফিরতে চলেছেন কার্তিক আরিয়ান ৷ আর তাঁর সঙ্গে জুটি বাঁধবেন কৃতি স্যাননকে ৷ ছবির নাম 'শেহজাদা' ৷ বৃহস্পতিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার (Shehzada trailer is Out Now)৷ রোহিত ধাওয়ানের এই ছবি আদতে আল্লু অর্জুনের ব্লকবাস্টার হিট 'আলা বৈকুণ্থাপুররামুলু'-এর অফিসিয়াল হিন্দি রিমেক ৷ ছবির ফার্স্ট লুক পোস্টারেই বোঝা গিয়েছিল দক্ষিণের মশলার সঙ্গে বলিউডের নিজস্বতার একটি কম্বো প্যাক হতে চলেছে কার্তিকের এই অ্যাকশন এন্টারটেইনার (Kartik Aaryan Shehzada trailer )৷
ট্রেলারেও মিলল সেই প্রমাণ ৷ কার্তিক-কৃতির রোম্যান্স বেশ নজর কেড়েছে সকলের (Kartik Kriti Shehzada trailer) ৷ ছবিতে অন্য চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, সচিন খেড়কর-সহ আরও অনেকে ৷ কার্তিকের চোখা চোখা সংলাপ এবং মারকাটারি অ্যাকশনও মন টেনেছে ৷ ভিডিয়োটি শুরুই হয়েছে অ্যাকশন সিকোয়েন্স দিয়ে ৷ আছে কমেডির চোরা স্রোতও ৷ সবমিলিয়ে পারিবারিক এক গল্প বলবে 'শেহজাদা' ৷ কার্তিককে এখানে দেখানো হয়েছে এমন একটি চরিত্রে যে শুরুতে বাবার পরিচয় জানতো না ৷ পরে তার কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয় ৷ সে জানতে পারে সে বড় ঘরের সন্তান ৷ এক অর্থে শেহজাদা ৷ এখন কীভাবে এই গল্প মোড় নেয় সেটাই দেখার ৷