পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shehzada Trailer: হাজির কার্তিক-কৃতি জুটির বহু প্রতীক্ষিত ছবি 'শেহজাদা'-র ট্রেলার - Shehzada release date

সামনে এল কার্তিক আরিয়ান-কৃতি স্যানন জুটির বহু প্রতীক্ষিত ছবি 'শেহজাদা'-র ট্রেলার ৷ আগামী 10 ফেব্রুয়ারি পর্দায় আসতে চলেছে ছবিটি (Shehzada trailer is Out Now)৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 12, 2023, 2:27 PM IST

Updated : Jan 12, 2023, 3:30 PM IST

মুম্বই, 12 জানুয়ারি:নতুন বছরের শুরুতেই পর্দায় ফিরতে চলেছেন কার্তিক আরিয়ান ৷ আর তাঁর সঙ্গে জুটি বাঁধবেন কৃতি স্যাননকে ৷ ছবির নাম 'শেহজাদা' ৷ বৃহস্পতিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার (Shehzada trailer is Out Now)৷ রোহিত ধাওয়ানের এই ছবি আদতে আল্লু অর্জুনের ব্লকবাস্টার হিট 'আলা বৈকুণ্থাপুররামুলু'-এর অফিসিয়াল হিন্দি রিমেক ৷ ছবির ফার্স্ট লুক পোস্টারেই বোঝা গিয়েছিল দক্ষিণের মশলার সঙ্গে বলিউডের নিজস্বতার একটি কম্বো প্যাক হতে চলেছে কার্তিকের এই অ্যাকশন এন্টারটেইনার (Kartik Aaryan Shehzada trailer )৷

ট্রেলারেও মিলল সেই প্রমাণ ৷ কার্তিক-কৃতির রোম্যান্স বেশ নজর কেড়েছে সকলের (Kartik Kriti Shehzada trailer) ৷ ছবিতে অন্য চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, সচিন খেড়কর-সহ আরও অনেকে ৷ কার্তিকের চোখা চোখা সংলাপ এবং মারকাটারি অ্যাকশনও মন টেনেছে ৷ ভিডিয়োটি শুরুই হয়েছে অ্যাকশন সিকোয়েন্স দিয়ে ৷ আছে কমেডির চোরা স্রোতও ৷ সবমিলিয়ে পারিবারিক এক গল্প বলবে 'শেহজাদা' ৷ কার্তিককে এখানে দেখানো হয়েছে এমন একটি চরিত্রে যে শুরুতে বাবার পরিচয় জানতো না ৷ পরে তার কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয় ৷ সে জানতে পারে সে বড় ঘরের সন্তান ৷ এক অর্থে শেহজাদা ৷ এখন কীভাবে এই গল্প মোড় নেয় সেটাই দেখার ৷

'প্যায়ার কা পঞ্চনামা'-স্টার কার্তিকের জন্য গত বছরটা ছিল একটি দারুণ বছর ৷ একদিকে যেমন কিয়ারা-কার্তিক জুটি সাফল্য কুড়িয়েছিল বক্স অফিসে তেমনই তাঁর ওটিটি রিলিজ 'ফ্রেডি'ও বেশ মন কেড়েছিল দর্শকদের ৷ বিশেষত, 'ভুলভুলাইয়া 2' তো ছিল বছরের সেরা হিট হিন্দি ছবিগুলির একটি ৷ এবার নতুন বছরের যাত্রা কার্তিক শুরু করবেন তাঁর নতুন ছবি 'শেহজাদা'র হাত ধরে ৷

আরও পড়ুন:ট্রেলার আসার আগেই 'অলক্ষ্মীজ ইন গোয়া'র অন্দরের খবর দিলেন পরিচালক

ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 10 ফেব্রুয়ারি(Shehzada release date) ৷ টি সিরিজের ব্যানারেই পর্দায় আসতে চলেছে কার্তিকের এই অ্যাকশন এন্টারটেইনার ৷ তবে শুধু 'শেহজাদা' নয় আরও একটি ছবির হাত ধরে এবছর পর্দায় ফিরতে চলেছেন কার্তিক আরিয়ান ৷ জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সমীর বিদ্যানের 'সত্য় প্রেম কি কথা' ছবিতে এবছর ফের একবার কিয়ারা আদবাণীর সঙ্গে জুটি বাঁধবেন কার্তিক আরিয়ান ৷

Last Updated : Jan 12, 2023, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details