মুম্বই, 31 জানুয়ারি:একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখের নতুন অ্যাকশন এন্টারটেইনার 'পাঠান' ৷ জন-দীপিকা-শাহরুখ জুটির এই ছবি নিয়ে এখন চর্চা তুঙ্গে ৷ এই ছবির সাফল্য যে ভীষণ জরুরি বলিউডের ফের ঘুরে দাঁড়ানোর জন্য় তা জানেন সকলেই ৷ আর তাই এবার প্রযোজক পরিচালকরাও এই ছবির সঙ্গে সম্মুখ সমরে নামতে রাজি নন ৷ এবার 'পাঠান'-এর এই সাফল্যকে সম্মান জানাতে মুক্তির তারিখ পিছিয়ে নিলেন 'শেহজাদা' ছবির নির্মাতারা ৷
এই ছবির মাধ্য়মেই বছর শুরু করতে চলেছেন কার্তিক আরিয়ান ৷ গতবছর অন্যান্য ছবি সেভাবে জায়গা না-পেলেও কার্তিকের 'ভুূল ভুলাইয়া 2' কিন্তু বেশ সফল হয়েছিল ৷ তাই এবারও এই ছবি নিয়ে আশায় রয়েছেন নির্মাতারা ৷ এবার এই ছবির ভাগ্যে কি আছে সেটাই দেখার (Shehzada shifts to a new Release Date) ৷
এবার কার্তিকের এই নতুন ছবির মুক্তির তারিখ ফের বদলে গেল ৷ প্রেসকে দেওয়া বিজ্ঞপ্তিতে নির্মাতারা জানিয়েছেন, "শেহজাদা ছবির মুক্তির জন্য় একটি নতুন দিন ঠিক করা হয়েছে ৷ পাঠান-কে সম্মান জানাতে কার্তিক-কৃতি অভিনীত, রোহিত ধাওয়ান পরিচালিত এবং আমন গিল, কার্তিক আরিয়ান, ভূষণ কুমার এবং আল্লু অরবিন্দ প্রযোজিত এই ফ্যামিলি এন্টারটেইনার 17 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ৷" অর্থাৎ প্রায় এক সপ্তাহ পর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷