জলন্ধর, 14 জানুয়ারি: কৃতিকে সঙ্গে নিয়ে পঞ্জাবের জলন্ধরে ভাংড়ায় মেতে উঠলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ৷ আর এভাবেই 'শেহজাদা' স্টার পালন করলেন লহরী ৷ পঞ্জাবে এটাই ছিল কার্তিকের প্রথম লহরী (Kartik Aaryan celebrated his first Lohri in Punjab)৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োও এদিন শেয়ার করেছেন অভিনেতা ৷
তাঁর নতুন ছবির প্রচার নিয়ে এখন রীতিমতো ব্যস্ত কার্তিক(Kartik Aaryan New Film Shehzada) ৷ আর সেই ছবির প্রচারের জন্য়ই তাঁর পঞ্জাব সফর ৷ কার্তিকের সঙ্গে এদিন লহরী উদযাপন করেন কৃতি স্যাননও (Kartik Aaryan Shehzada Promotion)৷ ফুলকারি দোপাট্টায় সেজে এদিন নাচে মেতে ওঠেন তিনি ৷ কার্তিক এই পুরো অনুষ্ঠানের বেশ কিছু ঝলক শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে ৷ ভিডিয়োর ক্যাপশনে অভিনেতা লেখেন, 'শেহজাদার তরফ থেকে আপনাদের লহরীর শুভেচ্ছা ৷ পঞ্জাবে এটাই আমার প্রথম লহরী উদযাপন ৷' গত বছরটা সত্যিই দারুণ গিয়েছিল 'প্যায়ার কি পঞ্চনামা' খ্যাত অভিনেতার ৷ আর এবছর তাঁর প্রথম ছবি মুক্তি পেতে চলেছে আগামী 10 ফেব্রুয়ারি ৷