পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shehzada at Box Office: প্রি বুকিং-এ হতাশ করল 'শেহজাদা', বক্স অফিসে সাফল্য নিয়ে আশঙ্কা - প্রি বুকিংয়ে হতাশ করল শেহজাদা

হতাশ করল কার্তিকের 'শেহজাদা'র প্রি বুকিং ৷ মাত্র 25 হাজার টিকিট অগ্রিম বুক করেছেন অনুরাগীরা (Shehzada advance booking) ৷ মানে শুরুটা যে তেমন ভালো হল না তা বলার অপেক্ষা রাখে না।

Etv Bharat
হতাশ করল কার্তিকের 'শেহজাদা'র প্রি বুকিং সংখ্য়া

By

Published : Feb 17, 2023, 1:34 PM IST

Updated : Feb 17, 2023, 2:44 PM IST

মুম্বই, 17 ফেব্রুয়ারি: বলি তারকা কার্তিক আরিয়ানের 'শেহজাদা' ছবি নিয়ে দর্শকদের মধ্য়ে উত্তেজনা চোখে পড়ল না ৷ অন্তত প্রি বুকিংয়ের রিপোর্ট কার্ডে খুব আশাপ্রদ ফলাফল করতে পারেনি ছবিটি ৷ এর আগে কার্তিকের 'ভুল ভুলাইয়া 2' ছবিটি প্রথম দিনেই বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছিল ৷ সমালোচকরাও ফুল মার্কস দিয়েছিলেন । পাশাপাশি প্রথম দিনেই এই ছবি বক্স অফিসে আয় করেছিল প্রায় 14.11 কোটি টাকা ৷ আর তাই কার্তিকের 'শেহজাদা' ঘিরে প্রত্যাশা ছিল বেশ অনেকটাই ৷ কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারল না ছবিটি(Shehzada advance booking) ৷

নির্মাতারা পাঁচ দিন আগেই এই ছবির প্রি বুকিং খুলে দিয়েছিলেন ৷ ছবির সঙ্গেই সম্মুখ সমরে রয়েছে হলিউডি ছবি 'অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াম্প: কোয়ান্টুম্যানিয়া'-র ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, 'অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াম্প: কোয়ান্টুম্যানিয়া' ছবির অগ্রিম বুকিং সংখ্য়া 1,06,500 ৷ আর শেহজাদা ছবির মাত্র 25,825টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ৷

ট্রেড অ্যানালিস্টদের অনুমান বলছে বক্স অফিস থেকে এই ছবির প্রথম দিনের আয় হতে পারে 6 কোটি টাকা ৷ এই অনুমান সত্য প্রমাণিত হলে তা হবে 'ভুল ভুলাইয়া 2' ছবির প্রথম দিনের আয়ের অর্ধেকেরও কম ৷ অথচ গতবছরটা সত্য়িই দারুণ শুরু করেছিলেন কার্তিক ৷ অন্য ছবি যখন তেমন হালে পানি পায়নি তখন তাঁর 'ভুল ভুলাইয়া 2' যে সোজা মাথা তুলে দাঁড়ানোর বার্তা দিয়েছিল তা মানতেই হবে ৷ কিন্তু এই ছবি কী তাহলে পর্দায় 'শেহজাদা'র মুকুটে আরও একটা পালক যোগ করতে পারবে না? উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন:'মিস করছি তোমায়', বাবার জন্মদিনে আবেগি পোস্ট রবিনার

'শেহজাদা' ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিনশেয়ার করছেন কৃতি স্যানন ৷ 17 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ছবি ৷ ছবিতে সচিন খেড়কর, পরেশ রাওয়ালের মতো অভিনেতারাও রয়েছেন ৷ শেষমেশ বক্স অফিসে কত সাফল্য পাবে এই ছবি তা অবশ্য় বলে দেবে সময়ই ৷

Last Updated : Feb 17, 2023, 2:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details