নয়াদিল্লি, 19 ডিসেম্বর: ইন্ডিয়ান ডিজাইনার শো সিজন 4-এ র্যাম্পে ঝড় তুললেন বিগ বস খ্যাত অভিনেত্রী শেহনাজ গিল ৷ খুব তাড়াতাড়ি বলিউডে অভিষেক হতে চলেছে এই নায়িকার ৷ সলমনের 'কিসি কা ভাই কিসি কা জান' ছবির হাত ধরে হিন্দি বলয়ের অভিনয় জগতে পা রাখবেন তিনি ৷ তবে তার আগে গোলাপি গাউনে রীতিমতো চোখ ধাঁধালেন অভিনেত্রী (Shehnaaz Gill at fashion show) ৷
তারকা খচিত ফ্যাশন ইভেন্টে ডিজাইনার কেন ফার্নসের শো-স্টপার ছিলেন এই 24 বছর বয়সি অভিনেত্রী (Shehnaaz Gill showstopper for Ken Ferns)৷ তাঁর মেকআপ আরও মোহময়ী করে তুলেছিল এই ফ্লোরাল ডিভাকে (Shehnaaz Gill ramp walk video) ৷ ব়্যাম্পে হালকা তাঁর নাচের ভঙ্গি রীতিমতো মন মাতিয়েছে দর্শকদের (Shehnaaz Gill sets the ramp on fire in pink gown)৷ ব়্যাম্পে ছিলেন আরও অনেক বি টাউন সেলেব ৷ 'হেট স্টোরি 3' স্টার ডেইজি শাহ, 'রকস্টার' অভিনেত্রী নার্গিস ফাখরি, 'রাউডি রাঠোর' খ্য়াত সোনাক্ষী সিনহাও এই ফ্যাশন ইভেন্টে সকলের চোখ কপালে তুলে দিয়েছেন ৷ শেহনাজ অবশ্য় তাঁর নিত্য নতুন ফ্যাশনের জন্য বেশ পরিচিত দর্শক মহলে ৷ মূলত বিগ বস থেকেই তাঁর জনপ্রিয়তার শুরু ৷ বিগ বসের ঘরে তাঁর এবং সিদ্ধার্থ শুক্লার কেমিস্ট্রিও তাঁকে জনপ্রিয় করে তুলেছিল অনুরাগীদের মধ্য়ে ৷