পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shehnaaz Gill: 'কভি ঈদ কভি দিওয়ালি' থেকে সরানো হল শেহনাজকে! সলমনকে ফলো করা বন্ধ করলেন অভিনেত্রী - Shehnaaz Gill is out from Kabhi Eid Kabhi Diwali

সলমন খানের আগামী ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি' থেকে সরিয়ে দেওয়া হয়েছে 'পঞ্জাব কি ক্য়াটরিনা' শেহনাজ গিলকেও ৷ এমনটাই বলছে বিভিন্ন মিডিয়া রিপোর্ট (Shehnaaz Gill is out from Kabhi Eid Kabhi Diwali ) ৷

Shehnaaz Gill
'কভি ঈদ কভি দিওয়ালি' থেকে সরানো হল শেহনাজকে! সলমনকে ফলো করা বন্ধ করলেন অভিনেত্রী

By

Published : Aug 8, 2022, 1:39 PM IST

মুম্বই, 8 অগস্ট: সলমন খানের আগামী ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি' ফের একবার উঠে এল সংবাদ শিরোনামে ৷ এই ছবির গল্প বারবার পরিবর্তিত হচ্ছে, অভিনেতারা অনেকেই নিজের নাম সরিয়ে নিচ্ছেন এমন অনেক খবর সামনে এসেছিল এর আগেই ৷ এবার জানা গিয়েছে এই ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে 'পঞ্জাব কি ক্য়াটরিনা' শেহনাজ গিলকেও ৷ সলমনের 'কভি ঈদ কভি দিওয়ালি'-র ছবির মাধ্যমেই বক্স অফিসে অভিষেক হওয়ার কথা ছিল তাঁর ৷ শুধু তাই নয়, ভাইজানকে নাকি ইনস্টাতেও আর ফলো করছেন না এই সুন্দরী (Shehnaaz Gill is out from Kabhi Eid Kabhi Diwali )৷

প্রসঙ্গত, এই ছবির শ্য়ুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ শ্যুটিং পর্বের একটি দৃশ্য়ের ঝলক এর আগেই শেয়ার করেছেন ভাইজান ৷ শেহনাজও নাকি বেশ খানিকটা শ্যুটিং করে ফেলেছিলেন ৷ বিভিন্ন সংবাদমাধ্য়মের খবর অনুযায়ী, তারপরেও নাকি তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ছবি থেকে ৷ তবে এনিয়ে এখনও কোনও সিলমোহর দেওয়া হয়নি নির্মাতাদের তরফে ৷

এমনকী শেহনাজও আলাদা করে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি ৷ এই ছবিতে ভাইজানের শ্য়ালক আয়ুষ শর্মার বিপরীতে কাজ করার কথা ছিল শেহনাজের ৷ এর আগেই বিগ বস খ্য়াত এই অভিনেত্রী কাজ করে ফেলেছেন একটি পঞ্জাবি ছবিতে ৷ 'হসলা রাখ' নামক এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করেছিলেন দিলজিৎ দোসাঙের সঙ্গে ৷ এছাড়া একাধিক মিউজিক ভিডিয়োতেও কাজ করতে দেখা যায় অভিনেত্রীকে ৷

আরও পড়ুন:ছবির প্রচারে আমেদাবাদে 'কমলা সুন্দরী' অনন্যা

সলমনের এই ছবিতে ভাইজানের বিপরীতে মুখ্য় ভূমিকায় রয়েছেন পূজা হেগড়ে ৷ এছাড়া সামনে আসছে টিভি স্টার সিদ্ধার্থ নিগমের নামও ৷ এই ছবি কবে পর্দায় আসতে চলেছে তা অবশ্য এখনও জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details