পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Docu Film on Tarun Majumdar: সেপ্টেম্বরেই শতরূপের হাত ধরে পর্দায় আসছেন 'জীবনপুরের পথিক' - Jibanpurer Pathik

সেপ্টেম্বরের গোড়াতেই প্রদর্শিত হবে শতরূপ ঘোষের 'জীবনপুরের পথিক' ৷ তরুণ মজুমদার জীবন, তাঁর শৈলী এবং দৃষ্টিভঙ্গিকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করবে এই ইন্টারভিউ ভিত্তিক তথ্য়চিত্র (Documentary on Tarun Majumdar is coming in September ) ।

Docu Film on Tarun Majumdar
সেপ্টেম্বরের গোড়াতেই শতরূপের হাত ধরে পর্দায় আসছেন 'জীবনপুরের পথিক'

By

Published : Aug 8, 2022, 9:26 AM IST

Updated : Aug 8, 2022, 9:41 AM IST

কলকাতা,8 অগস্ট: তিনি তরুণ মজুমদার । বলা ভাল, তারুণ্যের আরেক নাম তরুণ মজুমদার । যে বয়সে তিনি চলে গেলেন সেই বয়সেও তিনি ছিলেন ফুলের মতো তাজা । ছিলেন দুর্দান্ত এনার্জেটিক । বিভিন্ন সময়ে তাঁর নায়ক-নায়িকাদের কাছ থেকেই জানা গিয়েছে এই তথ্য । কারোর তিনি তনুদা, কারোর বা তনুজেঠু ।'স্যার' বলা পছন্দ করতেন না তিনি । আপন করে নিতেন সকলকে ।

পরিচালনার পাশাপাশি মেক আপেও ছিল অসামান্য দক্ষতা ৷ তাঁর চলচ্চিত্র নির্মাণের মুন্সিয়ানা নিয়ে কথা তো বলাই বাহুল্য । তাঁর জীবনের নানান ছোট ছোট গল্পই তাঁকে করে তুলেছে অনন্য ৷ এহেন মানুষটিকে তথ্যচিত্রে বন্দি করেছেন তাঁরই অনুরাগী এবং অনুগামী তথা বাম নেতা শতরূপ ঘোষ । 'জীবনপুরের পথিক' শীর্ষক এই তথ্যচিত্রটিতে উঠে আসবে পরিচালকের নানান কাজের ঝলক এবং তাঁর জীবননামা । সেপ্টেম্বরের গোড়াতেই প্রদর্শিত হবে এই তথ্যচিত্র (Shatarup Ghosh Directional Documentary Film on Tarun Majumdar)।

জানা গিয়েছে, তথ্যচিত্রটি মূলত ইন্টারভিউ ভিত্তিক । অনেক গবেষণার পর এই তথ্যচিত্রের কাহিনি এবং চিত্রনাট্য নির্মাণ করেছেন শতরূপ । উল্লেখ্য, তরুণ মজুমদার ছবিতে বারবারই ঘুরে ফিরে এসেছে গ্রামবাংলা ও তার আটপৌরে মানুষদের জীবন-যাপন । কখনও বা উঠে এসেছে দারিদ্রের নানা দিক । কখনও উঠে এসেছে সহজ সরল গ্রাম্য প্রেমের গল্প ৷ আবার এই শিল্পীর তুলিই বিরাট ক্যানভাসে তুলে ধরেছেন বাল্য প্রেমের সুন্দর তথা নস্টালজিক অধ্যায়কে ৷

সেপ্টেম্বরের গোড়াতেই প্রদর্শিত হবে শতরূপ ঘোষের 'জীবনপুরের পথিক'

আরও পড়ুন:'তেরা ইয়ার হু ম্যায়'...ফ্রেন্ডশিপ ডে'তে কাকে একথা বলছেন কার্তিক আরিয়ান?

তাঁর ছবি মানেই সেখানে গানের বিপুল সম্ভার । একইসঙ্গে রবীন্দ্র সঙ্গীতের ব্যবহার তাঁর ছবিতে বাড়তি অনন্যতা দান করেছে বরাবর । সঠিক মুহূর্তে সঠিক সঙ্গীতের ব্যবহার মানু্ষের মনোরঞ্জন করেছে বরাবর । তরুণ মজুমদারের ছবি 'পলাতক'-এর জনপ্রিয় গান 'জীবনপুরের পথিক রে ভাই' থেকে অনুপ্রাণিত হয়েই ছবির এমন নামকরণ । সূত্রের খবর, এই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পর্দায় দেখা মিলতে পারে 'জীবনপুরের পথিক'-এর ।

Last Updated : Aug 8, 2022, 9:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details