পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sharmila Tagore: মুক্তির আগে স্পেশাল স্ক্রিনিংয়ে গুলমোহর দেখে চোখে জল শর্মিলার - Sharmila Tagore

গুলমোহর সিনেমার মাধ্যমে এক যুগ পর রূপোলি পর্দায় ফিরছেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Actress Sharmila Tagore)৷ এটি 3 মার্চ থেকে হটস্টারে দেখা যাবে ৷ শর্মিলা ঠাকুরের পাশাপাশি সিনেমায় রয়েছেন মনোজ বাজপেয়ী, সিমরান এবং সুরজ শর্মা ।

Sharmila Tagore
শর্মিলা ঠাকুর

By

Published : Feb 27, 2023, 9:47 PM IST

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: নিজের অভিনীত গুলমোহর (Gulmohar) সিনেমা দেখে কী প্রতিক্রিয়া হয়েছিল শর্মিলা ঠাকুরের (Actress Sharmila Tagore)? সেই অভিজ্ঞতাই সকলের সঙ্গে ভাগ করে নিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী ৷ রবিবার দিল্লিতে অভিনেতা মনোজ বাজপেয়ীর (Actor Manoj Vajpayee) সঙ্গে তাঁর আসন্ন সিনেমা গুলমোহরের বিশেষ স্ক্রিনিংয়ে অংশ নিয়েছিলেন তিনি । স্ক্রিনিংয়ের পরে অভিনেত্রী মঞ্চে উঠে জানান, তিনি তিনবার সিনেমাটি দেখেছেন ৷ তার পরেও সিনেমাটি দেখার সময় তিনি প্রচুর কেঁদেছেন । আর শর্মিলা ঠাকুরের সেই বক্তৃতার ভিডিয়ো সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মেয়ে সাবা পতৌদি ।

সাবা ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিয়োটি শেয়ার করেছেন । তিনি পোস্টটির ক্যাপশনে লিখেছেন, "গতকাল দিল্লিতে গুলমোহর সিনেমার একটি বিশেষ স্ক্রিনিং ছিল ৷ সিনেমাটি অসাধারণ ৷ এরকম সিনেমা আগে ভারতীয় চলচ্চিত্রে তৈরি হয়নি ৷ অন্যান্য ছবির থেকে আলাদা এটি ৷ যা আপনাকে ভাবাবে ৷ সকলের দুর্দান্ত পারফরম্যান্স । শব্দ এবং ছবিকে সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে এখানে ।"

সিনেমাটি একটি পরিবারের তিন প্রজন্মের গল্প বলবে ৷ যারা বছরের পর বছর ধরে আলাদা রয়েছে । রাহুল ভি চিতেল্লা পরিচালিত এই সিনেমায় শর্মিলা ঠাকুর অভিনয় করেছেন কুসুম বাত্রার ভূমিকায় ৷ যিনি পরিবারের উত্তরাধিকারসূত্রে পাওয়া গুলমোহর বিক্রি করে পুদুচেরিতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন । তাঁর এই ঘোষণা পরিবারে আলোড়ন সৃষ্টি করে ৷ অপরদিকে তাঁর নাতি (সুরজ শর্মা) স্বাধীনতা চাওয়ায় ছেলে অরুণ (মনোজ বাজপেয়ী) উদ্বিগ্ন ।

ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, শর্মিলা ঠাকুর, সিমরান এবং সুরজ শর্মা ৷ আগামী 3 মার্চ থেকে ওভার দ্য টপ প্ল্যাটফর্ম ডিজনি প্ল্যাস হটস্টারে দেখা যাবে সিনেমাটি । সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ছবিটির মাধ্যমে দীর্ঘ 12 বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন ঘটছে শর্মিলা ঠাকুরের ৷ সিদ্ধার্থ খোসলা ছবির মূল সঙ্গীত রচনা করেছেন ।

আরও পড়ুন:কোনও নায়কের সঙ্গে সময় কাটাননি বলেই সরব মুভি মাফিয়ারা, দাবি কঙ্গনার

ABOUT THE AUTHOR

...view details