কলকাতা, 11 এপ্রিল:বাংলার পাশাপাশি বাঙালি অভিনেতাদের অনেককেই এখন দেখা যায় হিন্দি ছবি এবং সিরিজগুলিতে ৷ আর এই কারণে পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্য়ায়, শাশ্বত চট্টোপাধ্য়ায় কিংবা স্বস্তিকা মুখোপাধ্য়ায়ের মতো অনেকেই আজ তাই বলিউডেও অতি পরিচিত মুখ ৷ শাশ্বত শেষ কাজ করেছিলেন 'দ্য নাইট ম্যানেজার' সিরিজে ৷ এই প্রোজেক্টে তিনি স্ক্রিনশেয়ার করেছিলেন অনিল কাপুরের সঙ্গে ৷ এবার শান্তনু মাহেশ্বরীর সঙ্গে আসতে চলেছে তাঁর নতুন সিরজ 'টুথপরী : হোয়েন লাভ বাইটস' ৷ মঙ্গলবার মুক্তি পেল এই সিরিজের ট্রেলার ৷
ট্রেলারটি তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন শাশ্বত ৷ এই সিরিজে একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন শান্তনু মাহেশ্বরী এবং তানিয়া মানিকতলা ৷ এর আগে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি' ছবিতে নজর কেড়েছিলেন শান্তনু ৷ এছাড়াও এই সিরিজে অভিনয় করবেন রেবতী, আদিল হুসেন, তিলোত্তমা সোমের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ 'টুথপরী' বানাচ্ছেন বাঙালি পরিচালক প্রীতম দাশগুপ্ত ৷ ছবির ট্রেলার অনুযায়ী গল্প গড়ে উঠেছে একজন ভ্য়াম্পায়ার উওম্যান এবং একজন মানুষের প্রেম নিয়ে ৷ অদ্ভুত এই ভালোবাসার কাহিনি নিয়ে আসতে চলেছে এই সিরিজ ৷