মুম্বই, 22 জুলাই:'শামশেরা' ছবির হাত ধরে প্রায় চার বছর পর ফের পর্দায় ফিরলেন রণবীর কাপুর ৷ করণ মালহোত্রা পরিচালিত এই পিরিয়ড অ্যাকশন ড্রামায় রণবীরকে দেখা গিয়েছে দ্বৈত চরিত্রে ৷ এই প্রথমবার কোনও ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করলেন রণবীর ৷ ছবিটি নিয়ে বহুদিন থেকেই আগ্রহ তুঙ্গে ছিল সিনেপ্রেমীদের ৷ কিন্তু প্রত্যাশার বাস্তবায়ন কতোটা হল (Ranbir Kapoor Shamshera Reviews) । সোশাল মিডিয়ায় কী বলছে হলফেরত দর্শকেরা, আসুন দেখা যাক ।
'শামশেরা' তুলে ধরে কাজা নামক এক কাল্পনিক এলাকার গল্প ৷ যেখানে একটি যোদ্ধা আদিবাসী উপজাতিকে পুরোপুরি কারাবন্দী করে তাদের ওপর নির্মম অত্যাচার চালানো হয় ৷ এই অত্যাচারের মূলে রয়েছেন নির্মম জেনারেল শুদ্ধ সিং ৷ এই গল্প তুলে ধরে এমনই এক ক্রীতদাসের গল্প ৷ যিনি ধীরে ধীরে হয়ে ওঠেন এই সমস্ত দাসেদের নেতা ৷ তিনি তাঁর স্বাধীনতা এবং মর্যাদার জন্য় লড়াই শুরু করেন ৷ বাকিটা জানতে হলে দেখে ফেলতে হবে এই ছবি ৷
তবে নেটপাড়ায় প্রাথমিক হলফেরত সমীক্ষা বলছে সিনেপ্রেমীদের সবচেয়ে ভালোলেগেছে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ৷ পরিচালক করণ মালহোত্রা আগেই জানিয়েছেন, মিঠুন প্রায় 7 মাস সময় নিয়েছিলেন এই ব্যাকগ্রাউন্ড স্কোরটি তৈরি করতে ৷ ছবির প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস ৷ এর আগে যশরাজ ফিল্মসের ব্যানারে এবছর মুক্তি পাওয়া কোনও ছবিই বক্স অফিসে তেমন দাগ কাটতে পারেনি ৷ তা সে 'জয়েশভাই জোরদার'-ই হোক বা 'সম্রাট পৃথ্বীরাজ' ৷
আরও পড়ুন:বিয়ে ভাঙার পর নাগাকে নিয়ে কী ভাবেন ? নিজেই জানালেন সামান্থা
আসুন দেখে নেওয়া যাক নেটপাড়ার রিপোর্ট কার্ডে কেমন নম্বর পেলেন রণবীর কাপুর (Shamshera Twitter review) ৷ কেউ বলছেন, "শামশেরা একটা দারুণ বিগ স্ক্রিন অ্যাডভেঞ্চার যা আপনার মন গলাবেই, আপনি বাধ্য হবেন ভালবাসতে ৷ গল্পের কনসেপ্ট, দৃশ্য় নির্বাচন, পরিচালনা এবং অসামান্য পারফরম্যান্স..." কেউ আবার বলছেন, "অবশেষে বলিউডের একটা দেখার মত ছবি ৷ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখনও আমার কানে বাজছে ৷ "