মুম্বই, 24 জুন :ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করে ছক ভাঙতে পারদর্শী । সঞ্জুর প্রশ্নাতীত সাফল্যের পর দীর্ঘদিন পর্দায় না-থাকলেও এক সপ্তাহের ব্যবধানে তাঁর পরবর্তী দু'টি ছবির ট্রেলার মুক্তির মধ্যে দিয়ে ফের চর্চায় রণবীর । 'ব্রহ্মাস্ত্র'-এর পর সামনে এল 'শামশেরা'র ট্রেলার (Shamshera trailer is out now) । ছবিটি বক্স অফিসে কতোটা সাফল্য পাবে সেটা সময় বলবে, তবে ছক ভেঙে ট্রেলারে আরও একবার মুগ্ধ করলেন আলিয়ার বেটার-হাফ ।স্বভাবতইট্রেলার প্রকাশ্যে আসতেই এই ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে ৷
ছবিতে রণবীরের নয়া অবতারের পাশাপাশি দারোগা চরিত্রে সঞ্জয় দত্তকেও বেশ মনে ধরেছে নেটিজেনদের ৷ কার্যত 'দুষ্টের দমন এবং শিষ্টের পালন'-ই এই গল্পের মূল কথা ৷ রণবীরের সঙ্গে ছবিতে স্ক্রিনশেয়ার করবেন বাণী কাপুরও ৷ টিজারের পর ট্রেলারে এদিন গল্পের আরও কিছুটা আভাস দিলেন নির্মাতারা ৷ রণবীর-বাণী জুটির এই নতুন ছবির পটভূমি হিসাবে বেছে নেওয়া হয়েছে ঊনবিংশ শতাব্দীকে ৷ এই সময় তথাকথিত কিছু ডাকাত রুখে দাঁড়ায় ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে ৷ সেই ডাকাত দলেরই নেতা শামশেরা ৷