মুম্বই, 22 ফেব্রুয়ারি: শ্রদ্ধা কাপুর এখন ব্যস্ত আসন্ন ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর প্রচারে ৷ ইতিমধ্য়েই ছবির একাধিক গান শোরগোল ফেলেছে নেটপাড়ায় ৷ মঙ্গলবার সামনে এসেছে ছবির তৃতীয় গান 'শো মি দ্য ঠুমকা' ৷ এবার অনুরাগীদের জন্য় 'ঠুমকা চ্যালেঞ্জ' ছুঁড়ে দিয়ে নিজেই একটি ভিডিয়ো বানালেন শ্রদ্ধা ৷ আর সেখানে মেয়ের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল বাবা শক্তি কাপুরকেও ৷ তাঁদের এই ভিডিয়ো এখন সোশালে ব্যাপক ভাইরাল (Shakti Kapoor grooves to show me the thumka) ৷
ইনস্টাগ্রামে বাবার সঙ্গে নাচের এই ভিডিয়োটি শেয়ার করে শ্রদ্ধা তাঁর অনুরাগীদের এই চ্যালেঞ্জে অংশ নিতে আহ্বান জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "মারো ঠুমকা ৷ সবচেয়ে ভালো ঠুমকার (ভিডিয়োগুলি) আমার ইনস্টা স্টোরিতে শেয়ার করব ৷" এখন বেশির ভাগ ছবির প্রচারের জন্য়ই এই স্ট্র্যাটেজি অবলম্বন করছেন অভিনেতা-অভিনেত্রীরা ৷ সম্প্রতি 'সেলফি' ছবির প্রচারের জন্য়ও টাইগারের সঙ্গে কোমর দুলিয়েছিলেন অক্ষয় কুমার ৷ আর নেটাগরিকদের জন্য়ও এটা একটা নতুন বিনোদনের উপাদান হয়ে উঠেছে ৷ প্রচুর সোশাল মিডিয়া ব্যবহারকারী এই ধরনের চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন ৷