পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shakti Grooves With Shraddha: মেয়ের ছবির গানে কোমর দোলালেন শক্তি কাপুর, ফ্যানেদের ঠুমকা চ্যালেঞ্জ শ্রদ্ধার - মেয়ের ছবির গানে কোমর দুলল শক্তিরও

মঙ্গলবার মুক্তি পেয়েছে শ্রদ্ধার নতুন ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর নতুন গান 'শো মি দ্য ঠুমকা' ৷ এবার সেই গানেই মেয়ের সঙ্গে নাচে মেতে উঠলেন শক্তি কাপুর (Shakti Kapoor grooves to show me the thumka ) ৷

Shakti Kapoor grooves to show me the thumka
মেয়ের সঙ্গে নাচে মেতে উঠলেন শক্তি কাপুর

By

Published : Feb 22, 2023, 6:07 PM IST

মুম্বই, 22 ফেব্রুয়ারি: শ্রদ্ধা কাপুর এখন ব্যস্ত আসন্ন ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এর প্রচারে ৷ ইতিমধ্য়েই ছবির একাধিক গান শোরগোল ফেলেছে নেটপাড়ায় ৷ মঙ্গলবার সামনে এসেছে ছবির তৃতীয় গান 'শো মি দ্য ঠুমকা' ৷ এবার অনুরাগীদের জন্য় 'ঠুমকা চ্যালেঞ্জ' ছুঁড়ে দিয়ে নিজেই একটি ভিডিয়ো বানালেন শ্রদ্ধা ৷ আর সেখানে মেয়ের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল বাবা শক্তি কাপুরকেও ৷ তাঁদের এই ভিডিয়ো এখন সোশালে ব্যাপক ভাইরাল (Shakti Kapoor grooves to show me the thumka) ৷

ইনস্টাগ্রামে বাবার সঙ্গে নাচের এই ভিডিয়োটি শেয়ার করে শ্রদ্ধা তাঁর অনুরাগীদের এই চ্যালেঞ্জে অংশ নিতে আহ্বান জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "মারো ঠুমকা ৷ সবচেয়ে ভালো ঠুমকার (ভিডিয়োগুলি) আমার ইনস্টা স্টোরিতে শেয়ার করব ৷" এখন বেশির ভাগ ছবির প্রচারের জন্য়ই এই স্ট্র্যাটেজি অবলম্বন করছেন অভিনেতা-অভিনেত্রীরা ৷ সম্প্রতি 'সেলফি' ছবির প্রচারের জন্য়ও টাইগারের সঙ্গে কোমর দুলিয়েছিলেন অক্ষয় কুমার ৷ আর নেটাগরিকদের জন্য়ও এটা একটা নতুন বিনোদনের উপাদান হয়ে উঠেছে ৷ প্রচুর সোশাল মিডিয়া ব্যবহারকারী এই ধরনের চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন ৷

ইতিমধ্য়েই শক্তি কাপুরের মেয়ের সঙ্গে এই নাচের ভিডিয়োটি লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন ৷ শ্রদ্ধার এই নতুন গানটি গেয়েছেন সুনিধি চৌহান এবং শাশ্বত সিং ৷ গানটিতে সুর দিয়েছেন প্রীতম ৷ নতুন ছবিতে শ্রদ্ধা জুটি বেঁধেছেন রণবীর কাপুরের সঙ্গে ৷ কমেডি-রোম্যান্সে ভরপুর এই ছবির যেটুকু ঝলক সামনে এসেছে, তা বেশ পছন্দ করেছেন নেটিজেনরা ৷

আরও পড়ুন:এসব নিয়ে বিচলিত নন, মহিলা ফ্য়ানের চুম্বনের চেষ্টা নিয়ে অকপট আদিত্য়

'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির পরিচালনা করেছেন লভ রঞ্জন ৷ এর আগে 'প্যায়ার কা পঞ্চনামা'-র মতো ছবি সিনেপ্রেমীরা উপহার পেয়েছেন এই পরিচালকের হাত ধরেই ৷ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী 8 মার্চ ৷ এর আগে ব্রহ্মাস্ত্র ছবিতে মোটামুটিভাবে দর্শকদের মন জয় করতে পেরেছিলেন রণবীর কাপুর ৷ এবার তিনি ভক্তদের মন ভোলাতে পারবেন কি শ্রদ্ধার সঙ্গে? উত্তর দেবে সময় ৷

ABOUT THE AUTHOR

...view details