পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Pathaan at South Box Office: বিশ্বব্যাপী বক্স অফিসে লেটার মার্কস, তবে দক্ষিণী সংস্করণে ডাহা ফেল 'পাঠান' - Pathan Movie South Indian Box Office

হিন্দি জগতে বিপুল সাফল্য পেলেও সেভাবে দক্ষিণী বলয়ে সফল নয় শাহরুখের স্পাই থ্রিলার 'পাঠান'(Shahrukh Patahan failed to rule the South ) ৷ যেখানে সারা ভারতে ইতিমধ্য়েই প্রায় 300 কোটিরও বেশি টাকা আয় করেছে এই ছবি, সেখানে দক্ষিণে গত ছ'দিনে এই ছবির আয় মাত্র 10.75 কোটি টাকা ৷

Shahrukh Pathan failed to rule the South, see the box office figures
Shahrukh Pathan failed to rule the South, see the box office figures

By

Published : Feb 2, 2023, 5:06 PM IST

হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি:সাম্প্রতিক সময়ে যে সমস্ত দক্ষিণী ছবি হিন্দি বলয়ে দুরন্ত ব্যবসা করেছে সেগুলি হল 'পুষ্পা', 'কেজিএফ' সিরিজ, 'বাহুবলী' সিরিজ এবং 'আরআরআর' ৷ বর্তমানে অনেক হিন্দি ছবিও দক্ষিণী ভাষায় মুক্তি পাচ্ছে ৷ তবে সেক্ষেত্রে দক্ষিণে কেমন আয় করছে এই ছবিগুলি ৷ ফলাফল মোটেই খুব আশানুরূপ নয় ৷ এমনকী সারা বিশ্ব জুড়ে এখনও পর্যন্ত পাঠান যদিও 667 কোটি টাকা আয় করে ফেলেছে তবে এই ছবির তেলেগু এবং তামিল সংস্করণ কিন্তু মোটেই সেই জনপ্রিয়তা পায়নি (Shahrukh Patahan failed to rule the South)৷

মূলত করোনাকালে সারা দেশ জুড়ে ব্যাপক সাফল্য পেয়েছিল দক্ষিণী ছবিগুলি ৷ রাজামৌলির 'বাহুবলী' সারা দেশের মন জয় করার পর 'পুষ্পা', 'কেজিএফ' সিরিজ, 'কান্তারা' এবং 'আরআরআর' ছবিও বিপুল আয় করেছে সারা দেশ জুড়ে ৷ অন্য়দিকে ভারতে 5500 স্ক্রিন এবং বিশ্বব্যাপী দেখতে হলে মোট 8000 স্ক্রিনে মুক্তি পেয়েছিল 'পাঠান' ৷ শাহরুখের এই অ্যাকশন থ্রিলার বক্স অফিসে ইতিমধ্য়েই বেশকিছু রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে ৷ যেমন একদিকে এই ছবি সবচেয়ে দ্রুত সারা ভারতে 300 কোটির ক্লাবে ঢুকেছে তেমনই প্রযোজনা সংস্থা যশরাজের ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেরাও 'পাঠান'৷ টাইগার জিন্দা হ্যায়, এক থা টাইগার, ওয়ার সব ছবিকেই পিছনে ফেলে দিয়েছেন শাহরুখ ৷ কিন্তু দক্ষিণী বলয়ে গত ছ'দিনে এই ছবির আয় মাত্র 10.75 কোটি টাকা ৷

প্রথম দিনেই যেখানে ছবির হিন্দি সংস্করণ রেকর্ড ভেঙে 55 কোটি টাকা ঘরে তুলেছিল তখন তেলেগু সংস্করণের আয় ছিল মাত্র 1.5 কোটি আর তামিল সংস্করণ ঘরে তুলেছিল 50 লাখ টাকা ৷ বিশেষত ছবির তামিল সংস্করণটি একেবারেই নজর কাড়তে পারেনি ৷ তাই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি গত ছয় দিনে তামিল বক্স অফিসে মাত্র 3.25 কোটি টাকা আয় করেছে ৷ আর তেলেগু সংস্করণের আয় 7.5কোটি টাকা ৷

'পাঠান' ছবির বক্স অফিসে আয়ের হিসাব:

প্রথম দিন - হিন্দি-55 কোটি, তেলেগু 1.5 কোটি, তামিল - 50 লাখ

দ্বিতীয় দিন - হিন্দি- 68 কোটি, তেলেগু 1.75 কোটি, তামিল - 75 লাখ

তৃতীয় দিন - হিন্দি- 38 কোটি, তেলেগু-85 লাখ, তামিল - 40 লাখ

চতুর্থ দিন - হিন্দি- 51.5 কোটি, তেলেগু-1.25 কোটি, তামিল - 50 লাখ

পঞ্চম দিন- হিন্দি- 58.5 কোটি, তেলেগু-1.5 কোটি, তামিল - 75 লাখ

ষষ্ঠ দিন- হিন্দি- 25.5 কোটি, তেলেগু-65 লাখ, তামিল - 35 লাখ


আরও পড়ুন:পিছিয়ে গেল আলিয়া রণবীরের 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'র মুক্তির তারিখ

ABOUT THE AUTHOR

...view details