মুম্বই,15 অগস্ট: 2022 সালে, স্বাধীনতার 75 তম বার্ষিকী উদযাপন করছে গোটা দেশ । স্বাধীনতা দিবসের এই বিশেষ মুহূর্তে 'হর ঘর তিরঙ্গা' প্রচারাভিযানে বলিউড টলিউডের বিভিন্ন তারকারা ৷ এর আগেই তাঁদের সোশাল মিডিয়ার ডিপি তেরঙা পতাকায় বদলে ফেলেছেন বহু সেলেব ৷ এ বার স্বাধীনতা দিবস উপলক্ষে মন্নতে অর্থাৎ তাঁর বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shahrukh Khan on Har Ghar Tiranga campaign )৷
রবিবার সন্ধ্যায় স্ত্রী গৌরী খান এবং দুই পুত্র আরিয়ান এবং আব্রামের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন কিং খান ৷ পতাকা উত্তোলনে সবচেয়ে বেশি উৎসাহ ধরা পড়ে ছোট ছেলে আব্রামের মধ্যে ৷ তেরঙা উত্তোলনের এই ছবি এবং ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন বলিউড তারকা ৷ এই ছবি এবং ভিডিয়োতে কিং খান এবং তাঁর দুই ছেলেকে দেখা গেল সাদা টি-শার্টে ৷ অন্যদিকে অফহোয়াইট ব্লেজার এবং রিপড ব্লেজারে ক্যামেরার সামনে এলেন গৌরী ৷
এ দিন শাহরুখ লেখেন, 'আমাদের বাচ্চাদের এবং আগামী প্রজন্মকে হয়তো এই স্বাধীনতা পেতে আমাদের বিপ্লবীরা কত ত্যাগ স্বীকার করেছেন তা শেখাতে আরও সময় লাগবে । কিন্তু এই ছোটদের হাতে পাতাকা উত্তোলন দেখে আমরা একইসঙ্গে গর্বিত এবং আবার খুশিও হই ৷"