পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jersey New Release Date : 'কেজিএফ-2'-এর সঙ্গে সম্মুখ সমর থেকে সরে দাঁড়াল শাহিদের 'জার্সি' - shahid kapoors jersey makers avert clash with kgf chapter 2

আটদিন পিছিয়ে যাচ্ছে প্রেক্ষাগৃহে শাহিদ কাপুর অভিনীত নতুন ছবি 'জার্সি'-র মুক্তির তারিখ (Shahid Kapoor Jersey Release Delayed) ৷ নতুন সময়সূচি অনুযায়ী আগামী 22 এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি ৷

jersey release pushed
'কেজিএফ-2'-এর সঙ্গে সম্মুখ সমর থেকে সরে দাঁড়াল শাহিদের 'জার্সি'

By

Published : Apr 11, 2022, 1:11 PM IST

হায়দরাবাদ, 11 এপ্রিল : পিছিয়ে গেল শাহিদ কাপুর অভিনীত নতুন ছবি 'জার্সি'-র মুক্তির তারিখ ৷ এর আগে 14 এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির ৷ কিন্তু জানা গিয়েছে প্রায় আটদিন পিছিয়ে যাচ্ছে প্রেক্ষাগৃহে এই ছবির মুক্তির তারিখ ৷ বড় পর্দায় জার্সি দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী 22 এপ্রিল অবধি (Shahid Kapoor Jersey Release Delayed) ৷ 14 এপ্রিল কেজিএফ 2-এর সঙ্গেই হলে মুক্তির কথা ছিল এই ছবির ৷

এই বিষয়ে বলতে গিয়ে প্রযোজক আমন গিল বলেন, "একটি দল হিসাবে, আমরা আমাদের ঘাম রক্ত এবং চোখের জল সবটাই জার্সির জন্য দিয়েছি ৷ আর তাই আমরা চাই সেই সর্বশ্রেষ্ঠ উপায়টিকে বাছতে যাতে আমাদের প্রিয় ছবিটি যতটা বেশি সম্ভব সকলের কাছে পৌঁছাতে পারে ৷ 'জার্সি' এখন 22 এপ্রিল মুক্তি পাবে ৷ " গৌতম তিননানুরি পরিচালিত এই ছবিটি আসলে 2019 সালের তেলেগু ব্লকবাস্টারের হিন্দি রিমেক । ছবির নামেও কোনও বদল ঘটানো হয়নি ৷ 'জার্সি' প্রযোজনা করেছেন দিল রাজু, এস নাগা ভামসি এবং আমন গিল। ছবিতে শাহিদ কাপুরের সঙ্গেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ কাপুর এবং মৃণাল ঠাকুরকেও ৷

আরও পড়ুন : দেবকে ছেড়ে এবার কি বুম্বাদার প্রেমে মজলেন রুক্মিনী !

2019 সালে কবীর সিং মুক্তির পর থেকে বড়পর্দায় আর দেখা যায়নি শাহিদকে ৷ তাই দীর্ঘ বিরতির পর কামব্যাক করছেন অভিনেতা ৷ ছবি নিয়ে বলতে গিয়ে শাহিদ বলেছিলেন, "আপনার সামনে যে সুযোগটি রয়েছে, তার সাপেক্ষেই আপনি কেবল ভাল বা আরও ভাল হতে পারেন। আমি কৃতজ্ঞ যে সুযোগগুলি আমার কাছে আসছে । ধারাবাহিকভাবে সুযোগ পাওয়া কঠিন, কারণ দুর্দান্ত চরিত্র এবং চলচ্চিত্র প্রতিদিন ঘটে না ৷ "

প্রসঙ্গত, 'জার্সি' ছাড়াও আরও বেশ কতকগুলি প্রজেক্ট রয়েছে শাহিদের হাতে ৷ আলি আব্বাস জাফর পরিচালিত একটি অ্যাকশন থ্রিলারেও কাজ করেছেন, তিনি যা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে ৷ এছাড়া দ্য ফ্যামিলি ম্যান নির্মাতা রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডিকের ওটিটিতেও পা রাখবেন এই বলিতারকা ৷

ABOUT THE AUTHOR

...view details