হায়দরাবাদ, 13 নভেম্বর:বক্সিং স্টার ডিংকো সিংয়ের জীবনের গল্প নিয়ে ছবি তৈরির কাজ স্থগিত করে দেওয়া হয়েছে ৷ এমনটাই জানালেন পরিচালক রাজা মেনন ৷ 'এয়ারলিফট' ছবির পরিচালক বর্তমানে চর্চায় রয়েছেন তাঁর নতুন কাজ 'পিপ্পা'র জন্য ৷ ঈশান খট্টর অভিনীত এই প্রজেক্ট নিয়ে নানান কারণে চলছে আলোচনা ৷ 2018 সালে এই রাজেরই কাজ করার কথা ছিল অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে ৷ ইচ্ছা ছিল এশিয়ান গেমসে পদকজয়ী প্রয়াত বক্সার ডিংকোর জীবনের গল্প পর্দায় তুলে ধরার ৷
কিন্তু ঘোষণা হলেও সেই ছবির কাজ কিছুই এগোয়নি ৷ কারণ জানতে চাইলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজ জানান, সমস্ত কিছুরই একটা সময়সীমা থাকে ৷ ছবির ক্ষেত্রে তো এই বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ৷ আর তাই সেই কথা মেনে একজনকে বেরিয়ে আসতেই হয় ৷ তিনি এও জানান, ছবিতে শাহিদের প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল ৷ তবে এই ছবির কাজ বন্ধ হয়ে গেলেও তাঁর সঙ্গে বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি ৷
বরং আগামীতে আবার শাহিদের সঙ্গে জুটি বাঁধতে আশাবাদী পরিচালক ৷ তিনি এও জানান, বিভিন্ন আইডিয়া নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় ৷ তবে এখনও তাঁর মাথায় সেরকম কোনও আইডিয়া নেই যে চরিত্রের ক্ষেত্রে শাহিদ উপযুক্ত ৷ তিনি বলেন, "যদি আমাকে একটা বিষয় বেছে নিতে হয় তাহলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে ৷ ঠিক যেমন শাহিদ যে চরিত্রটিতে অভিনয় করবেন তা তাঁর জন্য় উপযুক্ত হবে কি না ৷"
তিনি এও জানান, আসলে এর মধ্যে আরও অনেকগুলো বিষয় কাজ করে ৷ তবে তিনি আশাবাদী যে একদিন তিনি একটি দুরন্ত চিত্রনাট্য লিখতে পারবেন ৷ আর সেই চিত্রনাট্য়টা এমন হবে যা তাঁকে শাহিদের সঙ্গে কাজ করতে বাধ্য করবে ৷ রাজ সম্প্রতি 'পিপ্পা'র জন্য যেমন প্রশংসা কুড়োচ্ছেন তেমনই আবার 'কারার ঐ লৌহ কপাট' গানটি নিয়ে তৈরি হয়েছে বিতর্কও ৷ আর অন্যদিকে শাহিদকে শেষ দেখা গিয়েছে 'ব্লাডি ড্যাডি' ওয়েব সিরিজে ৷
আরও পড়ুন:
- 'অনুমতি নিয়েই বদল হয়েছে নজরুলের সুর, তবুও গান বিতর্কে ক্ষমাপ্রার্থী 'পিপ্পা' নির্মাতারা
- সিনেমাহলে আতসবাজি কাণ্ডে এবার মুখ খুললেন সলমন, কী লিখলেন টুইটে?