হায়দরাবাদ, 19 জুন: 'ব্লাডি ড্যাডি' ওটটিতে সাফল্য পাওয়ার পর এবার জানা গেল শাহিদ কাপুরের নতুন ছবির মুক্তি দিনক্ষণ ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন কৃতি স্যাননের সঙ্গে ৷ নাম জানা না গেলেও প্রকাশ্যে এসেছে ছবির ট্যাগ লাইন। সেটি হল- 'অ্যান ইমপসিবল লাভ স্টোরি' ৷ আর এবার জানা গেল এই বছরের মুক্তি পেতে চলেছে দীনেশ বিজানের ম্যাডহক ফিল্মস প্রযোজিত এই ছবি ৷
তবে শুরুতেই জেনে রাখা ভালো শাহিদের এই প্রেমের কাহিনিকে আগামীতে পড়তে হবে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি ৷ কারণ বক্স অফিসে সরাসরি বাঙালি পরিচালক অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ছবির সঙ্গে 'যুদ্ধে' নামতে চলেছে এই ছবি ৷ সোমবার নতুন ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন নির্মাতারা । নাম ঘোষণার আগে মুক্তির দিন ঘোষণায় ছবি নিয়ে কৌতুহল আরও বেড়েছে।
ইনস্টাগ্রামে ম্যাডহক ফিল্মসের তরফে শেয়ার করা হয়েছে একটি সুন্দর পোস্টার ৷ তার ক্যাপশনে তারা লিখেছেন, "ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন ৷ এই ইমপসিবল লাভ স্টোরি সামনে আসতে চলেছে আগামী 7 ডিসেম্বর ৷" এই ছবির হাত ধরেই প্রথমবার পর্দায় স্ক্রিনশেয়ার করতে চলেছেন কৃতি-শাহিদ ৷ ছবির কাহিনি এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত জোশী ও আরাধনা শাহ ৷ ছবির গল্প বা অন্যান্য চরিত্রদের নিয়ে অবশ্য় খুব বেশি কিছুই জানা যায়নি ৷ অন্যদিকে অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ছবিটি মুুক্তি পেতে চলেছে 8 ডিসেম্বর ৷ এই ছবিতে অভিনয় করতে চলেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, ফাতিমা সানা শেখ, অনুপম খের, আলি ফজল এবং নীনা গুপ্তার মতো তাবড় অভিনেতা অভিনেত্রীরা ।
আরও পড়ুন:দ্বিতীয় বিয়ের পর প্রথম জন্মদিনে খোশমেজাজে আশিস, দেখুন ভিডিয়ো
অনুরাগের এই ছবির অপেক্ষা করে রয়েছেন অনেকেই ৷ কারণ এর আগে 'লাইফ ইন এ মেট্রো' ছবিটি রীতিমতো মন ছুঁয়ে গিয়েছিল দর্শকের ৷ ওই ছবির 'ইন দিনো...' গান থেকে অনুপ্রাণিত হয়েই নাকি তৈরি হয়েছে 'মেট্রো ইন দিনো' ছবির শিরোনাম ৷ তাই ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে ৷ সম্পর্কের নানা দিকের বিভিন্ন গল্প তুলে ধরবে এই ছবি ৷