মুম্বই, 21 মার্চ: 50 দিনেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে বক্স অফিসে রাজত্ব করার পর এ বার ওটিটি সফর শুরু করতে চলেছে শাহরুখ খানের পাঠান (Pathaan OTT Release)৷ আগামী 22 মার্চ থেকে প্রাইম ভিডিয়োতে শুরু হতে চলেছে সিদ্ধার্থ আনন্দের পাঠানের স্ট্রিমিং (Pathaan in Prime Video)৷
প্রাইম ভিডিয়োর তরফে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওটিটিতে পাঠানের অভিষেকের খবর শেয়ার করা হয়েছে (Pathaan to make streaming debut)৷ জিরো মুক্তির চার বছর পর এই স্পাই থ্রিলার দিয়েই বলিউডে প্রত্যাবর্তন ঘটে কিং খানের (Shah Rukh Khan Latest News)৷ আগামিকাল, অর্থাৎ বুধবার থেকে ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হতে চলেছে পাঠানের ৷ শুধু হিন্দি নয়, এই ছবির তামিল ও তেলুগু সংস্করণও ওটিটি-তে আসছে বলে জানানো হয়েছে ৷ প্রাইম ভিডিয়ো এই খবরটি টুইটে জানিয়ে লিখেছে, "আমরা আবহাওয়ায় অস্থিরতা অনুভব করছি ৷ অবশেষে 'পাঠান' আসছে ৷ 22 মার্চ, হিন্দি, তামিল এবং তেলুগুতে ।"