মুম্বই, 21 নভেম্বর: শাহরুখ খানের (Shah Rukh Khan) মুম্বইয়ের বাসভবন মন্নত অনেকের কাছে একটা দর্শনীয় স্থান ৷ তার আশপাশ দিয়ে গেলে কিং খানের বাড়ির বাইরে নেমপ্লেটের কাছে পোজ দিতে পছন্দ করেন অনেকেই । তবে এখন মন্নতে গেলে যে নেমপ্লেটটি চোখে পড়বে, তা তাক লাগিয়ে দেবে যে কোনও অনুরাগীকে (Diamond-studded nameplate)৷ বাংলোর মেরামতির পর সেখানে শোভা পাচ্ছে নতুন হিরেতে মোড়া নেমপ্লেট (New Nameplate of Mannat)৷
কিছুদিন আগেই বাংলোর আগের নেমপ্লেট বদলে নতুন এই নেমপ্লেট বসিয়েছেন বলিউডের বাদশা ৷ এই নেমপ্লেট হীরক-খচিত ৷ জানা গিয়েছে, এর জন্য অনেকটাই গ্যাঁটের কড়ি খসাতে হয়েছে শাহরুখকে ৷ লেগেছে প্রায় 35 লাখ টাকা ৷ তবে চলতি বছরের এপ্রিল মাসে নেমপ্লেটটি লাগানো হলেও কিছুক্ষণ পরেই তা নামিয়ে ফেলা হয় । কারণ সেই নামফলক থেকে একটি হিরে খসে পড়েছিল । সেখানে নতুন হিরে বসিয়ে এখন বসানো হয়েছে নয়া এই নেমপ্লেট ৷ যা দেখে উচ্ছ্বসিত শাহরুখ-ভক্তরা ৷ নয়া এই সংযোজনে কিং খানের বাড়ি দিনে এবং রাতে কেমন দেখায় তার ঝলক শেয়ার করতে টুইটারে হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে ৷ নতুন নেমপ্লেটটি কেমন দেখাচ্ছে তার একটি ভিডিও শেয়ার করেছেন একজন ভক্ত ।