পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jawan surpasses Rs 1100 crore mark: তৈরি হল ইতিহাস ! 30 দিনে বিশ্বব্যাপী 1100 কোটি টাকা আয় জওয়ানের - শাহরুখ খান

'জওয়ান' তৈরি করল ইতিহাস ৷ ভারতীয় সিনেমায় প্রথম হিন্দি ছবি হিসাবে গ্লোবালি 'জওয়ান' আয় করেছে 1100 কোটি টাকা ৷ সোশাল মিডিয়ায় এই তথ্য শেয়ার করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফে ৷

Etv Bharat
1100 কোটি টাকা আয় জওয়ানের

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 4:09 PM IST

মুম্বই, 7 অক্টোবর: ইতিহাস তৈরি করল 'জওয়ান' ৷ ভারতীয় ছবিতে যা আগে কখনও হয়নি, তাই করে দেখাল শাহরুখ খান-অ্যাটলি জুটি ৷ ওয়ার্ল্ডওয়াইড 'জওয়ান' ছবির বক্স অফিস কালেকশন হয়েছে 1103.27 কোটি টাকা ৷ প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফে শুক্রবার রাতে সোশাল মিডিয়ায় এই তথ্য শেয়ার করা হয়েছে অনুরাগীদের সঙ্গে ৷

ছবির মোট বক্স অফিস কালেকশনের পোস্টার শেয়ার করে ক্যাপশনে বলা হয়েছে, "জওয়ান প্রতিদিন রেকর্ড ভাঙছে আর তৈরি করছে ৷" অ্যাটলি পরিচালিত অ্যাকশন প্যাকড এই ছবি মুক্তি পেয়েছিল 7 সেপ্টেম্বর ৷ একমাস পরেও ছবির বিজয়রথ থামেনি ৷ হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে জওয়ান ৷ ভারতের প্রথম হিন্দি ছবি হিসাবে গ্লোবালি 1100 কোটি টাকা আয়ের নজির গড়ল জওয়ান ৷

প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছে, "ভারতে মোট বক্স অফিস কালেকশন এখন পর্যন্ত হয়েছে 733.37 কোটি টাকা ৷ বিদেশের মাটিতে এই ছবি আয় করেছে 369.90 কোটি টাকা ৷ ছবির হিন্দি ভার্সন আয় করেছে 560.03 কোটি টাকা ৷ অন্যান্য ভাষায় ডাবিং থেকে আয় হয়েছে 59.89 কোটি টাকা ৷ মোট 619.92 কোটি টাকা ভারতে আয় করেছে জওয়ান ৷ এখনও এই ছবি প্রেক্ষাগৃহে আয় করে চলেছে ৷"

'পাঠান'-এর হাত ধরে শাহরুখের কামব্যাকের পর জওয়ান একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে ৷ শাহরুখ ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত, সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভার, মুকেশ ছাবড়া, লেহর খান, রীধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য, প্রিয়ামণি, গিরিজা ওকেরের মতো প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর অভিনয় ছবিতে আলাদা ছাপ রেখেছে ৷ দ্বৈত চরিত্রে শাহরুখের অভিনয় ছিল দর্শকদের জন্য টুইস্ট ৷ ছবির সংলাপ থেকে গান ফিরছে লোকের মুখে মুখে ৷ ডিসেম্বরে রাজকুমার হিরানী পরিচালিত 'ডাঙ্কি' মুক্তির অপেক্ষায় ৷ সেই ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু ৷

আরও পড়ুন: নয়াদিল্লির বাড়িতে প্রবেশ নবদম্পতি পরিণীতি-রাঘবের, ভিডিয়ো দেখে আপ্লুত নেটিজেনরা

ABOUT THE AUTHOR

...view details