হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: সিনেমার ক্ষেত্রে বক্স অফিস শেষ কথা নয় ৷ কিন্তু ছবির বাজেট যদি হয় প্রায় 300 কোটি তবে নির্মাতারা সেই টাকা ঘরে তুলতে পারলেন কি না তা জানতে ইচ্ছে হয় বৈকি ৷ শাহরুখের 'জওয়ান' ছবির ক্ষেত্রেও বিষয়টা তাই ৷ দক্ষিণি পরিচালকের সঙ্গে হাত মিলিয়ে এই বিগ বাজেট ছবিতে স্বাক্ষর করেছিলেন এসআরকে ৷ সেই ছবি দেখে প্রথম দিনই শাহরুখ অনুরাগী থেকে সমালোচক সকলেই ধন্য ধন্য করছেন ৷ কিন্তু বক্স অফিসে কতখানি প্রভাব ফেলল এই উন্মাদনা ৷ হ্যাঁ বক্স অফিসেও বেশ কয়েকটি রেকর্ড গড়ল 'জওয়ান' ৷
পরপর দু'টি ছবির ক্ষেত্রে 100 কোটির বেশি ওপেনিং:ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্য়াকনিল্কের তথ্য় বলছে, অ্যাটলির এই ছবির প্রথম দিন বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছে 100 কোটিরও বেশি ৷ এর আগে প্রথম দিনেই 106 কোটি টাকার ব্য়বসা করেছিল 'পাঠান' ৷ তাই পরপর দু'টি ছবির ক্ষেত্রে 100 কোটির বেশি টাকার ওপেনিং দিয়ে নিজের মুকুটে একটি দারুণ পালক যোগ করলেন শাহরুখ খান ৷