পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Suhana Buys Farmland: প্রায় 13 কোটি টাকা দিয়ে আলিবাগে কৃষিজমি কিনলেন সুহানা - সুহানা খান

শাহরুখ খানের মেয়ে সুহানা খান আলিবাগে 12.91 কোটি টাকা দিয়ে একটি কৃষিজমি কিনেছেন । রেজিস্ট্রেশনের নথিগুলিতে দেখা গিয়েছে, সেখানে সুহানা খানকে কৃষিবিদ হিসেবে উল্লেখ করা হয়েছে ৷

Suhana Buys Farmland
Suhana Buys Farmland

By

Published : Jun 23, 2023, 2:56 PM IST

হায়দরাবাদ, 23 জুন: বলিউডে এখনও এন্ট্রি হয়নি ৷ শীঘ্রই জোয়া আখতারের ফিল্ম দ্য আর্চিস দিয়ে তাঁর ডেবিউ হতে চলেছে ৷ তবে এরই মধ্যে 12.91 কোটি টাকা দিয়ে একটি কৃষিজমি কিনে ফেলেছেন অভিনেত্রী ৷ তিনি যে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা খান ৷ জানা গিয়েছে, মহারাষ্ট্রের আলিবাগের থাল গ্রামে এই সম্পত্তি কিনেছেন তিনি ৷ আর আশ্চর্যজনকভাবে রেজিস্ট্রেশন ফর্মগুলিতে সুহানা খানকে 'কৃষিবিদ' হিসাবে উল্লেখ করা হয়েছে ।

1 জুন রেকর্ড করা লেনদেন অনুসারে, 1.5 একর কৃষিজমি কেনা হয়েছে, তার উপরে রয়েছে 2,218 বর্গফিট কাঠামো । IndexTap.com-এ রেজিস্ট্রেশনের নথিগুলি শেয়ার করা হয়েছে ৷ সেখানেই দেখা যায়, সুহানা খান 77.46 লক্ষ টাকা দিয়ে স্ট্যাম্প ডিউটি কিনেছেন । ওই জমিটি অঞ্জলি, রেখা এবং প্রিয়া খোট নামে তিন বোনের কাছ থেকে কেনা হয়েছে, যাঁরা বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে সেই জমি পেয়েছিলেন ।

সম্পত্তিটি দেজা ভু ফার্ম প্রাইভেট লিমিটেডের নামে নথিভুক্ত করা হয়েছে ৷ এই ফার্মের পরিচালকদের মধ্যে রয়েছেন শাহরুখের শাশুড়ি সবিতা ছিব্বার এবং শ্যালিকা নমিতা ছিব্বার । থাল গ্রাম থেকে গাড়িতে 12 মিনিটের দূরত্ব আলিবাগ শহরের । জানা গিয়েছে, শাহরুখ খানের নামেও থালে সমুদ্রতীরে একটি হেলিপ্যাড এবং একটি পুল-সহ একটি বাড়ি রয়েছে । সেই বাংলোতে কিং খান তাঁর 52 তম জন্মদিন উদযাপন করেছিলেন ।

আরও পড়ুন:সত্যিই কি 80 লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন ? মুখ খুললেন রশ্মিকা

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং, অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি এবং ব্যবসায়ী গৌতম সিংঘানিয়া-সহ মুম্বইয়ের বেশ কয়েকজন সেলিব্রিটির আলিবাগে ছুটি কাটানোর বাড়ি রয়েছে । রো-রো এবং স্পিড বোটগুলি মুম্বইকে আলিবাগের সঙ্গে সংযুক্ত করার পরে আলিবাগের যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়ে উঠেছে । মুম্বই ট্রান্স হারবার লিংক সামুদ্রিক সেতু দ্বারা আলিবাগের রাস্তার সংযোগ আরও বাড়ানো হবে ৷ ওই সেতু সেউড়ি ও নাভা শেভাকে সংযুক্ত করবে ৷ এই সেতুর কাজ বছরের শেষ নাগাদ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details