পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK Wishes on Eid : খুশির ঈদে মন্নতের ব্যালকনিতে শাহরুখ, সেলফি তুলে মিশলেন জনসমুদ্রে - Shah Rukh Khan wishes his fans around the globe on Eid

দু'বছরেরও বেশি সময় পর এদিন তাঁর বাসভবন মন্নতের ব্য়ালকনি থেকে বাইরে অনুরাগীদের জনসমুদ্রে মিশে গেলেন শাহরুখ খান ৷ উৎসবে অনুরাগীদের সঙ্গে সাক্ষাতে খুশি শাহরুখ সেলফি তুলে তা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতেও (Shah Rukh Khan takes selfie with fans from Mannat balcony on Eid) ৷

SRK Wishes on Eid
খুশির ঈদে মন্নতের ব্যালকনিতে শাহরুখ, সেলফি তুলে মিশলেন জনসমুদ্রে

By

Published : May 3, 2022, 10:19 PM IST

মুম্বই, 3 মে : কোভিড নামক অতিমারী সাময়িক রাশ টেনেছিল অভ্যেসে ৷ খারাপ সময় কাটিয়ে মঙ্গলবার খুশির ঈদে ফিরল চেনা ছবিটা ৷ যা বদলায়নি এতটুকু ৷ দু'বছরেরও বেশি সময় পর এদিন তাঁর বাসভবন মন্নতের ব্য়ালকনি থেকে বাইরে অনুরাগীদের জনসমুদ্রে মিশে গেলেন শাহরুখ খান ৷ উৎসবে অনুরাগীদের সঙ্গে সাক্ষাতে খুশি শাহরুখ সেলফি তুলে তা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতেও (Shah Rukh Khan takes selfie with fans from Mannat balcony on Eid) ৷

সাধারণত মন্নতের ব্যালকনি থেকে জন্মদিন অর্থাৎ, 2 নভেম্বর অনুরাগীদের সঙ্গে মিলিত হন কিং খান ৷ কিন্তু অতিমারির জেরে গত দু'বছর জন্মদিন ব্যক্তিগতই রেখেছিলেন শাহরুখ ৷ এরমধ্যে 2021 নভেম্বরে ছেলে আরিয়ান খানকে নিয়ে দুশ্চিন্তায় থাকা অভিনেতাকে বিশেষ দিনে মন্নতের ব্যালকনিতে পাননি তাঁর অনুরাগীরা ৷ সেই আক্ষেপই ঈদের সকালে সুদে-আসলে পুষিয়ে দিলেন 'বাদশা' ৷

পবিত্র ঈদে মন্নতের ব্যালকনিতে ফিরল চেনা ছবিটা ৷ চেনা ভঙ্গিমায় অকাতরে ভালবাসা বিলিয়ে দিলেন অনুরাগীদের শাহরুখ ৷ বাড়ির ব্যালকনি থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়লেন, ছুড়ে দিলেন চুম্বন ৷ আর সেলফি তুলে শাহরুখ লিখলেন, "ঈদে তোমাদের সকলের সঙ্গে মিলিত হয়ে দারুণ খুশি ৷ আল্লাহ ভালবাসা এবং খুশিতে ভরিয়ে দিক তোমাদের জীবন ৷ আর আগামীতে তোমাদের সবচেয়ে খারাপ মুহূর্ত যেন অতীতের সবচেয়ে ভাল মুহূর্তের মতই সুন্দর হয় ৷"

আরও পড়ুন : প্রকাশ পেতেই সাড়া ফেলল 'ভুল ভুলাইয়া 2'-এর টাইটেল ট্র্যাকে কার্তিকের নাচ

সিলভার স্ক্রিন থেকে দীর্ঘ বিরতিতে এসআরকে ৷ তবে সম্প্রতি স্পেন থেকে তাঁর পরবর্তী ছবি পাঠানের শুটিং সেরে দেশে ফিরেছেন শাহরুখ ৷ যা আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে ৷ তাছাড়া রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট 'ডানকি'-তে অভিনয় করছেন বাদশা ৷ দিনকয়েক আগেই এসেছে সেই ঘোষণা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details