হায়দরাবাদ, 30 এপ্রিল: যেদিন থেকে খবরে এসেছে শাহরুখ খানের 'জওয়ান' আসতে চলেছে এবং তা পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি, তবে থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারত চড়েছে । সম্প্রতি এই ছবি নিয়ে আর একটি নতুন খবর এসেছে কানে। শোনা গিয়েছে, কমল হাসানের সুপারহিট ছবি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হতে চলেছে এই ছবি ।
1986-এ মুক্তি পাওয়া 'আখরি রাস্তা' ছবির কথা মনে আছে? অ্যাংরি ইয়ং ম্যান অমিতাভ বচ্চন, জয়াপ্রদা, শ্রীদেবি ও অনুপম খের অভিনীত এই ছবি ছিল অলটাইম ব্লকব্লাস্টার । ছবিটি পরিচালনা করেছিলেন দক্ষিণী অভিনেতা তথা পরিচালক কে ভাগ্যরাজ । মূলত কমল হাসান অভিনীত তামিল ছবি 'ওরু কাইদিয়াইন ডায়েরি'- ছবির রিমেক ছিল । দ্বৈত চরিত্রে অমিতাভের অভিনয় ও ছবির চিত্রনাট্য অবিস্মরণীয় । সেই কাহিনীর কিছুটা ছাপ থাকতে চলেছে 'জওয়ান' ছবিতেও ।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। সূত্রের খবর, শাহরুখ খানের 'জওয়ান' ছবিতেও এই গল্পের একটা ছাপ থাকতে চলেছে । রিভেঞ্জ, ড্রামার পাশাপাশি টুইস্ট থাকছে শাহরুখের চরিত্র নিয়েও । 'ডুপ্লিকেট', 'ফ্যান' ছবির পর আবার দ্বৈত চরিত্রে পর্দায় আসতে চলেছেন কিং খান। শুধু তাই নয়, 'জওয়ান' ছবিতে পিতা-পুত্রের দ্বৈত চরিত্রই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন বলিউড বাদশা ।