পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shah Rukh-Suhana New Film: একইসঙ্গে স্ক্রিনশেয়ার করছেন শাহরুখ-সুহানা ! নেপথ্যে এক বাঙালি পরিচালক - shah rukh khan

এবার বাবা-মেয়ে একসঙ্গে আসবেন বড় পর্দায় ৷ অ্যাকশনধর্মী ছবিতে দেখা যাবে শাহরুখ খান ও সুহানা খানকে ৷ পরিচালনার দায়িত্বে থাকবেন সুজয় ঘোষ ৷

Etv Bharat
বড়পর্দায় শাহরুখ-সুহানা একসঙ্গে

By

Published : Jun 27, 2023, 6:26 PM IST

হায়দরাবাদ, 27 জুন: মেয়ে সুহানার সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাহরুখ খান ৷ প্রযোজনার দায়িত্বে রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও সিদ্ধার্থ আনন্দ মারফিল্কস পিকচার্স ৷ সাত-পাঁচ না-জানা গেলেও এই খবর সামনে আসতে স্বভাবতই অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল ৷ এবার জানা গেল পিতা-কন্যাকে একসঙ্গে পর্দায় আনছেন কোন পরিচালক ৷ সূত্রের খবর, সুহানা ও শাহরুখকে পরিচালনা করতে চলেছেন সুজয় ঘোষ ৷

সুজয় ঘোষের পরিচালনায় বলিউড পেয়েছে একের পর এক হিট ছবি ৷ 'কাহানি', 'কাহানি টু' কিংবা বদলার মতো ছবি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ৷ এবার পরিচালক হিসাবে বলিউডের কিং খানের সঙ্গে হাত মেলাতে চলেছেন সুজয় ঘোষ ৷ তবে এর আগে 'বদলা' ছবিতে শাহরুখের প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করেছেন সুজন ৷ অমিতাভ বচ্চন, তাপসী পান্নু অভিনীত এই ছবি সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল ভালোমতোই ৷

জানা গিয়েছে, ছবিটি হতে চলেছে অ্যাকশনধর্মী ৷ প্রথমবার এই ধরনের ছবি পরিচালনা করতে দেখা যাবে সুজয় ঘোষকে ৷ ভিতরের খবর, পরিচালক সুজয়ও নাকি 'এক্সাইটেড' হয়ে রয়েছেন এই প্রোজেক্টে কাজ করার জন্য ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচিত তাঁর অ্যাকশন ছবির জন্য ৷ তাঁর সঙ্গে কাজ করছেন বলিউডের বাদশা ৷ আশা করাই যায়, পাঠানের মতো আপকামিং ছবিতেও দেখা যাবে ভরপুর অ্যাকশন ৷

আরও পড়ুন: পঞ্চাশেও ঠুমকাতেই কামাল ! অর্জুনের জন্মদিনে উন্মত্ত মালাইকা, দেখুন ভিডিয়ো

ইতিমধ্যেই সুহানা খান রূপোলি পর্দায় পা রেখেছেন জোয়া আখতারের হাত ধরে ৷ মুক্তির অপেক্ষায় তাঁর প্রথম ছবি 'দ্য আর্চিস' ৷ তবে তা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে ৷ সেই অর্থে শাহরুখের সঙ্গে সুহানার হাতেখড়ি হবে 70 এমএম স্ক্রিনে ৷ কেমন হবে ছবির চিত্রনাট্য? অনুরাগীদের মনে তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল ৷ তবে অন্দরের খবর, প্রি-প্রোডাকশনের কাজ এখনও চলছে ৷ রেড চিলিজের পক্ষ থেকে কোনও রকম খামতি রাখা হবে না পরিবারের আগামী প্রজন্মকে দর্শকদের সামনে তুলে ধরতে ৷

ABOUT THE AUTHOR

...view details