হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: সেপ্টেম্বরের 7 তারিখ মুক্তি পেয়েছিল শাহরুখ খানের 'জওয়ান' ৷ তার আগে বছরের প্রথমেই 1000 কোটির ব্লকবাস্টার দিয়ে খাতা খুলেছিলেন বলিউডের বাদশা ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' বক্স অফিসে আয় করেছিল 1050 কোটি টাকা ৷ এবার বছরের দ্বিতীয় ব্লকবাস্টার নিয়ে হাজির শাহরুখ ৷ একই বছরে এখনও পরপর দু'টি 1000 কোটির ছবি উপহার দেওয়ার রেকর্ড বলিউডের কোনও অভিনেতার নেই ৷ ইতিহাস ছোঁয়ার একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে অ্যাটলি কুমার পরিচালিত 'জওয়ান' ছবিটি ৷
ইতিমধ্যেই হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে দ্রুত 500 কোটির ক্লাবে প্রবেশ করার রেকর্ড গড়েছে 'জওয়ান' ৷ আর এবার আরও একবার ইতিহাস গড়ার পথে এগিয়ে চলেছে ছবিটি ৷ রবিবার ছবির প্রযোজনা সংস্থা যে রিপোর্ট দিয়েছে তাতে দেশ বিদেশ মিলিয়ে ছবির আয় দাঁড়িয়েছে 979 কোটির টাকারও বেশি ৷ অর্থাৎ আর 21 কোটি টাকা আয় করতে পারলেই বক্স অফিসে রেকর্ড গড়বেন কিং খান ৷