পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jawan Spoiler Alert: 300 কোটির ক্লাবে 'জওয়ান'! নেটপাড়ায় ছবির স্পয়লার নয়, অনুরোধ বাদশার - শাহরুখ খান

Jawan Box Office Collection: 7 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলির 'জওয়ান' ৷ গ্লোবালি চারদিনে 300 কোটির ঘরে প্রবেশ করেছে এই ছবি ৷ যে ছবি তিনদিনের ম্যাজিক দেখিয়েছে বক্সঅফিসে, বলা বাহুল্য, সেই রথ এখনই থামছে না ৷ তাই সামাজিক মাধ্যমে কোনও রকম স্পয়লার নয়, অনুরাগীদের কাছে অনুরোধ কিং খানের ৷

Etv Bharat
300 কোটির ক্লাবে 'জওয়ান'

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 1:48 PM IST

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: নিজের রেকর্ড নিজেই ভাঙছেন শাহরুখ খান ৷ 'পাঠান' বক্সঅফিসে যে সুনামি এনেছিল, 'জওয়ান' সেই রেকর্ড প্রথমদিনেই ভেঙে দিয়েছে ৷ কারণ প্রথম দিনের বক্সঅফিস কালেকশনে 'পাঠান'কে ছাপিয়ে যায় 'জওয়ান' ৷ গ্লোবালি এই ছবি চারদিনে তিনশো কোটির ক্লাবে প্রবেশ করে গিয়েছে, যা ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস তৈরি করেছে ৷ সেই জয়যাত্রা যাতে অব্যাহত থাকে, তাই অনুরাগীদের ছবির স্পয়লার দিতেও নিষেধ করলেন কিং খান ৷

অ্যাটলি পরিচালিত শাহরুখ খান অভিনীত 'জওয়ান' মুক্তি পেয়েছে 7 সেপ্টেম্বর ৷ তারপর থেকে দেশে ও বিদেশের মাটিতে এই ছবি ম্যাজিক দেখিয়েছে ৷ সামাজিক মাধ্যম ছেয়ে গিয়েছে অনুরাগীদের 'জওয়ান' ক্রেজে ৷ বাদশাও সেই ছবি ও ভিডিয়োতে নিজের ভালোবাসা জানাচ্ছেন ৷ তবে সাবধানও করেছেন ফ্যানেদের ৷ কিসের সাবধান বাণী ? আসলে 'জওয়ান' মুক্তির পর থেকেই ছবির বেশ কিছু দৃশ্য ও সংলাপ ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায় ৷ ছবি ঘিরে নিজেদের অনুভূতি ও উত্তেজনা সামলাতে পারেননি অনেকেই ৷ আর সেখানেই ছবি ঘিরে স্পয়লার না দিতে অনুরোধ করেছেন কিং খান ৷

নেটপাড়ায় এক অনুরাগী জওয়ান দেখতে যাওয়ার বেশ কিছু ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "স্যার আমি কোনও স্পয়লার দিতে চাই না ৷ কিন্তু ছবির শেষে আপনার সংলাপ অসাধারণ ৷" সেই পোস্টের জবাব দেন শাহরুখ ৷ তিনি বলেন, "আরে ওতে কোনও স্পয়লার নেই ! দেশের ভালোর জন্য সব স্পয়লারদের ক্ষমা করা যায় ৷ প্রত্যেকের বুদ্ধিমত্তার সঙ্গে নিজের ভোটাধিকার প্রয়োগ করা উচিত ৷ এটা তাঁদের কর্তব্য ৷ কিন্তু হ্যাঁ...এটা ছেড়ে ছবির বাকি কিছু আমি বলব না ৷ আর আপনিও বলবেন না ৷"

আরও পড়ুন: 3 দিনেই 200 কোটির ক্লাবে কড়া নাড়ছেন 'জওয়ান' শাহরুখ

এরপর আর এক অনুরাগী ছবি দেখে প্রশ্ন করেন, "স্যার আপনি কালির সঙ্গে ডিল কেন করে নিচ্ছেন না ? আমি বিজয় সেতুপতির খুব বড় অনুরাগী ৷" জওয়ান উত্তর দেন, "আমিও বিজয় স্যারের বড় ভক্ত ৷ আমি কালির কালো টাকা নিয়ে নিয়েছি ৷ সেই টাকা আমি এখন সুইস ব্যাংকে রাখার পরিকল্পনা করছি ৷ এখন শুধু ভিসা পাওয়ার অপেক্ষা ৷"

ABOUT THE AUTHOR

...view details