হায়দরাবাদ, 25 অগস্ট: বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে কয়েকদিন আগে শাহরুখ বুঝিয়ে দিলেন 'পাঠান... আভি জিন্দা হ্যায়' ৷ এবার আরও একবার পরীক্ষা দেওয়ার পালা ৷ সেপ্টেম্বরে সিনেমা হলে মুক্তি পাবে কিং খানের নতুন ছবি 'জওয়ান' ৷ সেখানেই বোঝা যাবে বক্স অফিসে আরও একবার ফার্স্ট বয়ের আসন ধরে রাখতে পারবেন কি না বলিউডের বেতাজ বাদশা ৷ তবে প্রস্তুতিতে তিনি যে কোনও খামতি রাখেননি তা বলাই বাহুল্য ৷ 57 বছর বয়সকে তুড়ি মেরে উড়িয়ে হলিউড স্টাইলে বর্শা নিয়ে যুদ্ধ করেছেন ৷ আবার মাথা কামিয়ে মেট্রোর ভিতরে নাচতেও দ্বিধা করেননি ৷ এই ছবিতে শাহরুখের দ্বৈত চরিত্রের কথা আগেই শোনা গিয়েছিল ৷ এবার জানা গেল পাঁচটি আলাদা আলাদা অবতারে দেখা যাবে তাঁকে ৷
এদিন একটি পোস্টারে শ্রীকৃষ্ণের দশ অবতার-এর মতো নিজের পাঁচ অবতার সামনে আনলেন কিং খান ৷ রূপগুলো মোটেই অচেনা কিছু নয় ৷ ট্রেলারে দেখা গিয়েছিল বেশিরভাগটাই ৷ এদিন তাঁর আলাদা আলাদা অবতারের কথা বলতে গিয়ে এসআরকে লেখেন, "এটা তো শুধু শুরু মাত্র ৷ বিচারের নানান মুখ ৷ এগুলো সব আসলে তীর ৷ এখনও ঢাল বাকি আছে ৷...এরা নিজেরাই নিজেদের প্রশ্ন করে চলেছে ৷ কিন্তু জবাব এখনও বাকি আছে ৷ প্রতিটা মুখের পিছনে আলাদা আলাদা রহস্য় আছে ৷"