পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Poster of Jawan: পাঁচ অবতারে হাজির শাহরুখ, 'জওয়ান'-এর নতুন পোস্টারে 'বিগ ধামাকা' - পঞ্চ অবতারে হাজির হতে চলেছেন কিং খান

'জওয়ান' ছবিতে পঞ্চ অবতারে হাজির হতে চলেছেন কিং খান ৷ শুক্রবার নিজেই তাঁর সমস্ত লুক সামনে আনলেন শাহরুখ ৷

Pic Shah Rukh Khan Instagram
নতুন নতুন অবতারে হাজির শাহরুখ

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 4:56 PM IST

হায়দরাবাদ, 25 অগস্ট: বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে কয়েকদিন আগে শাহরুখ বুঝিয়ে দিলেন 'পাঠান... আভি জিন্দা হ্যায়' ৷ এবার আরও একবার পরীক্ষা দেওয়ার পালা ৷ সেপ্টেম্বরে সিনেমা হলে মুক্তি পাবে কিং খানের নতুন ছবি 'জওয়ান' ৷ সেখানেই বোঝা যাবে বক্স অফিসে আরও একবার ফার্স্ট বয়ের আসন ধরে রাখতে পারবেন কি না বলিউডের বেতাজ বাদশা ৷ তবে প্রস্তুতিতে তিনি যে কোনও খামতি রাখেননি তা বলাই বাহুল্য ৷ 57 বছর বয়সকে তুড়ি মেরে উড়িয়ে হলিউড স্টাইলে বর্শা নিয়ে যুদ্ধ করেছেন ৷ আবার মাথা কামিয়ে মেট্রোর ভিতরে নাচতেও দ্বিধা করেননি ৷ এই ছবিতে শাহরুখের দ্বৈত চরিত্রের কথা আগেই শোনা গিয়েছিল ৷ এবার জানা গেল পাঁচটি আলাদা আলাদা অবতারে দেখা যাবে তাঁকে ৷

এদিন একটি পোস্টারে শ্রীকৃষ্ণের দশ অবতার-এর মতো নিজের পাঁচ অবতার সামনে আনলেন কিং খান ৷ রূপগুলো মোটেই অচেনা কিছু নয় ৷ ট্রেলারে দেখা গিয়েছিল বেশিরভাগটাই ৷ এদিন তাঁর আলাদা আলাদা অবতারের কথা বলতে গিয়ে এসআরকে লেখেন, "এটা তো শুধু শুরু মাত্র ৷ বিচারের নানান মুখ ৷ এগুলো সব আসলে তীর ৷ এখনও ঢাল বাকি আছে ৷...এরা নিজেরাই নিজেদের প্রশ্ন করে চলেছে ৷ কিন্তু জবাব এখনও বাকি আছে ৷ প্রতিটা মুখের পিছনে আলাদা আলাদা রহস্য় আছে ৷"

তাঁর এই বক্তব্য সামনে আসার পর মহা খুশি ফ্যানেরাও ৷ সকলেই কমেন্টবক্সে শাহরুখকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর আগামী ছবির জন্য় ৷ অ্যাটলি কুমারের পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে শাহরুখের হোম প্রোডাকশন রেড চিলিস এন্টারটেইনমেন্টস থেকে ৷ আগামী 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি ৷

আরও পড়ুন:শাহরুখের 'পাঠান' এর পর বাংলাদেশে সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান', মুক্তি কবে?

শাহরুখের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতির মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ এছাড়া এক ঝাঁক নায়ক নায়িকাদের ক্য়ামিয়ো থাকছে ছবিতে ৷ তাঁদের মধ্যে যেমন দীপিকা পাড়ুকোন রয়েছেন তেমনই আছেন সুনীল গ্রোভারও ৷

ABOUT THE AUTHOR

...view details