হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর:'এভাবেও ফিরে আসা যায়' চন্দ্রবিন্দুর এই গানের লাইনটি এতদিন বেশি ব্যবহৃত হত কেকেআর প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য ৷ তখন হয়তো কেউ ভাবতেই পারেননি দলের মালিক শাহরুখের জন্যও একদিন ব্য়বহার করতে হবে 'কামব্যাক কিং' শব্দটি ৷ সালটা ছিল 2018 ৷ ছবির নাম 'জিরো' ৷ শাহরুখ অনুষ্কার এই ছবি দর্শকের মন জয় করতে পারেনি ৷ তারপরেই কার্যত 'বনবাস'-এ চলে যান বলিউডের বেতাজ বাদশাহ ৷ চার বছর সময় লেগেছিল এই মহাকাব্য়িক কামব্যাকের চিত্রনাট্য লিখতে ৷ কিন্তু শাহরুখের আবার স্ক্রিনে ফেরানোর পিছনে ছিলেন কে? এবার জানালেন শাহরুখ ৷
তাঁর এই কামব্যাক নিয়ে বলতে গিয়ে শাহরুখ সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে বলেন, "আমিও বেশ নার্ভাস হয়ে পড়েছিলাম ৷ কারণ এতগুলো বছর কাজ করা হয়নি ৷ কিন্তু আমার বড় ছেলে আমায় সাহস যোগায় ৷ ও বলে, আমরা যখন বড় হচ্ছি তখন আমরা বুঝতে পেরেছি স্টারডম কি? কারণ তোমার সব ছবি সেসময় সুপারহিট ছিল ৷ সুহানাও এটা জানে ৷ কিন্তু আবরাম শুধুই জানে তুমি একজন স্টার ৷ কিন্তু ও কখনও এটা ওর চারপাশে অনুভব করেনি ৷"