পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shah Rukh Khan: 'ধৈর্য্য ধর ট্রেলার আসছে', উদ্বিগ্ন অনুরাগীকে আশ্বস্ত করলেন 'জওয়ান' - কিং খান

আসছে 'জওয়ান' ছবির ট্রেলার ৷ জল্পনার অবসান ঘটিয়ে হাসির ছলে জানিয়ে দিলেন কিং খান ৷ খুশি অনুরাগীরা ৷

Shah Rukh Khan
জওয়ান ছবির ট্রেলার আসবে জানালেন শাহরুখ

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 6:02 PM IST

হায়দরাবাদ, 26 অগস্ট: 'বেকরার করকে হামে ইঁউ না যাইয়ে...' ঠিক এভাাবেই ছবির প্রিভিউ শেষ করেছিলেন শাহরুখ খান ৷ আর তারপর থেকে সকলে অপেক্ষা করে রয়েছেন ছবিমুক্তির আগে আর কী কী চমক আসতে চলেছে তা জানার জন্য় ৷ শনিবারের 'আসক এসআরকে' সেশনে তেমনই একটি বড় আপডেট দিলেন শাহরুখ খান ৷ স্পষ্ট ভাষায় জানালেন, ছবির মুক্তির আগে আরও একটি সারপ্রাইজ নিয়ে হাজির হবেন তিনি ৷ মুক্তি পাবে 'জওয়ান' ছবির ট্রেলার ৷

প্রিভিউ মুক্তির পর থেকে শাহরুখ যতবারই এই ধরনের সেশন করেছেন, ততবারই অনুরাগীরা প্রশ্ন করেছেন ট্রেলার নিয়ে ৷ শনিবারও ব্যতিক্রম হল না ৷ নেটিজেনদের একজন এদিন প্রশ্ন করেন, "ট্রেলার কবে আসবে স্য়র বলে দিন প্লিজ ৷" এদিন আর অনুরাগীদের নিরাশ করেননি এসআরকে ৷ তিনি লেখেন, "আরে ট্রেলার না এলে সিনেমাটা দেখতেই যাবে না নাকি? ট্রেলার, ট্রেলার, ট্রেলার...আরে আসবে আসবে একটু তো জিরিয়ে তো নাও ৷"

এই সেশনে আরও বেশ কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছেন এসআরকে ৷ তিনি এও জানান, ছবিতে মহিলাদের গুরুত্ব দেওয়া হয়েছে ৷ তাঁদের কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি ৷ কিং খান এও জানান, ছবির অ্যাডভান্স বুকিংও খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ৷ সেশন শেষ করার শাহরুখ লেখেন, "ওকে বন্ধুরা ট্রেলার নিয়ে আসার সময় এসে গিয়েছে ৷ পরিচালক অ্যাটলি এবং অনিরুদ্ধ চাইছিলেন আগে আরও একটা গান আনতে ৷ তাই এখানে গানের টিজারটা দিলাম ৷ আর ট্রেলার নিয়ে কাজ করছে অ্যান্টনি রুবেন ৷"

আরও পড়ুন:17 বছর পর! ফের পর্দায় ম্যাজিক তৈরি করতে আসছেন অমিতাভ শাহরুখ

প্রসঙ্গত নতুন গানটি মুক্তি পেতে চলেছে আগামিকাল ৷ যদিও ট্রেলারটি কবে আসছে তা এখনও জানাননি শাহরুখ ৷ তবে ছবি মুক্তির আরও একটি চমক নিয়ে হাজির হবেন শাহরুখ এটা জেনেই খুশি অনুরাগী ৷ আগামী 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে 'জওয়ান' ৷

ABOUT THE AUTHOR

...view details