পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shah Rukh Khan: কেন দেখবেন পাঠান, জবাব দিলেন খোদ কিং খান - পাঠান

'কুরশিকি পেটি বাঁধ লিজিয়ে, মসম বিগারনে বালা হ্যায়' ৷ সম্প্রতি এই সংলাপই শোনা গিয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে শাহরুখের (Shah Rukh Khan) গলায় ৷ এবার তিনি জানালেন কেনও লোকে হলে গিয়ে তাঁর আসন্ন সিনেমা 'পাঠান' (Pathaan) দেখবেন ৷ কী বললেন শাহরুখ ?

Shah Rukh Khan
Shah Rukh Khan

By

Published : Dec 18, 2022, 9:11 PM IST

মুম্বই, 18 ডিসেম্বর: তিনি বলিউডের বেতাজ বাদশা ৷ ফ্যানেরা ডাকে কিং খান (King Khan) বলে ৷ মুম্বই থেকে দুবাই এক নামে তাঁকে চেনে সকলে ৷ তিনি হলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ৷

তবে বেশ কয়েকবছর ধরে সময়টা ভালো যাচ্ছে না তাঁর ৷ একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে শাহরুখের ছবি ৷ 'দিলওয়ালে' থেকে 'জিরো' সেভাবে ব্যবসা করতে পারেনি সিনে বাজারে ৷ করোনাকাল কাটিয়ে আগামী বছর মুক্তি পেতে চলেছে তাঁর ছবি 'পাঠান' ৷

সম্প্রতি সামনে এসেছে 'পাঠান' ছবির 'বেশরম রং' গানটি ৷ যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। এর জেরে শাহরুখকে পড়তে হয়েছে নানা সমালোচনার মুখে । এরপর তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে মঞ্চে পজিটিভিটির বার্তাও দিয়েছেন ।

শনিবার বলিউডের কিং খান সোশাল মাধ্যমে 'আস্ক এসআরকে' (#AskSRK) বলে একটি মজাদার সেশন করেন। এদিন তাঁর ভক্তদের উদ্দেশে এই সেশন করেন তিনি । যেখানে বলা হয়, ভক্তরা তাঁকে যে কোনও প্রশ্ন করতে পারবেন । আর তাঁর উত্তর দেবেন শাহরুখ । এরপরেই সেখানে তাঁর ভক্তরা কমেন্টে প্রশ্ন করতে শুরু করেন । তাঁকে কেউ কেউ জিজ্ঞাসা করেন অভিনয় কেরিয়ার নিয়ে, কেউ কেউ আবার প্রশ্ন করেন চলতি ফিফা বিশ্বকাপ নিয়ে ।

আর এই সেশনেই শাহরুখকে একজন প্রশ্ন করেন, কেনও লোকে তাঁর পাঠান সিনেমাটি দেখতে যাবেন ৷ শাহরুখ নিরাশ করেননি সেই ব্যক্তিকে ৷ তিনি উত্তরে বলেন, "ফিল্মটা দেখে মজা পাবে তাই (I guess maza aayega is liye) ৷"

আরও পড়ুন:এমবাপে না মেসি, ফাইনালে কাকে সমর্থন শাহরুখের

উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহামের (John Abraham) সঙ্গে পরিচালক সিদ্ধার্থ আনন্দের (Director Siddharth Anand) পরবর্তী অ্যাকশন-থ্রিলার সিনেমা 'পাঠান'-এ (Pathaan) দেখা যাবে শাহরুখ খানকে । ফিল্মটি আগামী বছর 25 জানুয়ারি মুক্তি পাবে । এছাড়াও শাহরুখ খানকে দক্ষিণ পরিচালক অ্যাটলির আসন্ন অ্যাকশন থ্রিলার ছবি জওয়ান এবং পরিচালক রাজকুমার হিরানির পরবর্তী ছবি 'ডাঙ্কি'-তে তাপসী পান্নুর বিপরীতে দেখা যাবে ।

ABOUT THE AUTHOR

...view details