হায়দরাবাদ, 11 ডিসেম্বর: মুক্তির দিন যত ঘনিয়ে আসছে ততই রাজকুমার হিরানির ডাঙ্কি নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল বাড়ছে ৷ টিজার ও ট্রেলারে মন জয় করার পর সামনে আসছে ছবির একের পর এক গান ৷ 'লুটপুট গয়া...', 'নিকলে থে কভি...' গানের পর প্রকাশ্যে নতুন গানের ঝলক ৷ সোমবার সকালে শেয়ার করলেন শাহরুখ খান ৷ জানালেন ডাঙ্কি ছবির আসল মানেটাও ৷
এদিন সাতসকালে ছবির নতুন গান 'ও মাহি ও মাহি..'র ছোট্ট ঝলক অনুরাগীদের সঙ্গে সোশাল মিডিয়ায় শেয়ার করেন কিং খান ৷ জানালেন সূর্য অস্ত যাওয়ার আগেই পুরো গান আসবে সামনে ৷ ডাঙ্কি নিয়ে বাদশার এই বার্তায় আপ্লুত অনুরাগীরা ৷ আরও একবার অরিজিৎ ম্যাজিক হতে চলেছে ডাঙ্কির পর্দায় ৷ কিং খান লিখেছেন, "সকলেই জানতে চাইছেলেন তাই বলছি ৷ ডাঙ্কির মানে হচ্ছে আপন জনের থেকে দূরে থাকা ৷ আর যখন আপনজন পাশে থাকে তখন শেষ জীবন পর্যন্ত তাঁর সঙ্গেই থাকতে ইচ্ছা হয় ৷ 'ও মাহি ও মাহি...' গানে অনুভব করুন সেই ভালোবাসাকে সূর্য ডোবার আগে ৷"
গানের ঝলকেই স্পষ্ট লুটপুট গয়ার পর আরও একটি শাহরুখের গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ৷ কিং খানের ভিডিয়োতে দেখা গিয়েছে, কালো রঙের পোশাকে মরুভূমির উপর দিয়ে হাঁটছেন তিনি ৷ ডাঙ্কি ছবিটি জিও স্টুডিয়ো, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও রাজকুমার হিরানি ফিল্মস দ্বারা প্রযোজিত ৷ 21 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ শাহরুখ ছাড়াও ছবিতে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, অনিল গ্রোভার, বিক্রম কোছার, বোমান ইরানি ৷ পাশাপাশি, জানা গিয়েছে, 17 ডিসেম্বর বুর্জ খলিফায় দেখানো হবে 'ডাঙ্কি' ট্রেলার ৷
2 নভেম্বর শাহরুখ খানের জন্মদিনের দিন প্রথম আসে ডাঙ্কির ঝলক অর্থাৎ ড্রপ 1 ৷ প্রোমোশনের কথা মাথায় রেখে ডাঙ্কি প্রতিটি প্রোমো আসছে অন্যরকমভাবে ৷ এরপর ড্রপ 2 মুক্তি পায় 22 নভেম্বর, সেটা ছিল 'লুট পুট গয়া...' গান ৷ পয়লা ডিসেম্বর আসে ছবির তৃতীয় গান ৷ এবার পালা ড্রপ 5-এর ৷ ড্রপ 6-এর পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ডাঙ্কি' ৷