মুম্বই, 3 সেপ্টেম্বর: আর মাত্র চার দিন বাকি ৷ অনুরাগীদের উৎসাহের পারদ চড়ছে ক্রমশ ৷ বিভিন্ন প্রেক্ষাগৃহ ইতিমধ্যেই হাউসফুল ৷ আসছে 'জওয়ান' ৷ রবিবার শাহরুখ মজলেন ফ্যান টাইম কাটিয়ে ৷ এদিনও তিনি শুরু করেন হ্যাশট্যাগ আস্ক এসআরকে সেশন ৷ যেখানে অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর যেমন দিলেন তেমনই মুগ্ধ হলেন ফ্যানেদের ফার্স্ট ডে, ফার্স্ট শোয়ের টিকিট দেখে ৷
অ্যাটলি পরিচালিত কিং খান শাহরুখ অভিনীত 'জওয়ান' মুক্তির আগেই তৈরি করে চলেছে একের পর এক রেকর্ড ৷ অ্যাডভান্স বুকিং ছাড়িয়ে গিয়েছে লাখেরও বেশি ৷ তা নিয়ে আগাম দর্শকদের ধন্যবাদও জানিয়েছেন শাহরুখ ৷ এদিন, সামাজিক মাধ্যম এক্স (টুইটার)-এ জওয়ান সংক্রান্ত অনুরাগীগের নানা প্রশ্নের উত্তর দেন বলিউড বাদশা ৷ এক অনুরাগী জানতে চান, জওয়ান ছবির মধ্য দিয়ে কোন বার্তা দিতে চাইছেন শাহরুখ ৷ জবাবে তিনি বলেন, " আসলে আমরা চারপাশে কী ধরনের পরিবর্তন দেখতে চাই, তার প্রতিফলন ঘটেছে এই ছবিতে ৷ নারী শক্তির জাগরণ এবং তাঁদের অধিকারের লড়াইকে তুলে ধরে এই ছবি"
রেড চিলিস এন্টারটেইনমেন্টের অন্যতম গৌরি খান এই ছবি প্রযোজনার দায়িত্বে ৷ সহ-প্রযোজনক হিসাবে রয়েছেন গৌরব বার্মা ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে বিজয় সেতুপথি ও নয়নতারা ছাড়াও দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে বিশেষ চরিত্রে ৷ এছাড়াও রয়েছেন সানায়া মালহোত্রা, প্রিয়মণি, গিরজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহর খান, রীধি ডোগরা, সুনীল গ্রোভার ও মুকেশ ছাবড়া ৷