হায়দরাবাদ, 21 ডিসেম্বর: 'পাঠান' ও 'জওয়ান'- এর পর অপেক্ষা ছিল 'ডাঙ্কি'র ৷ রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটির ছবি অবশেষে মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে ৷ সকাল 5.55-র শো-তে গেইটি প্রেক্ষাগৃহে অনুরাগীদের ভিড় ছিল নজরকাড়া ৷ চলতি বছর মুক্তি পেয়েছে বাদশার তিন নম্বর ছবি ৷ কেমন হল ছবি দেখার অভিজ্ঞতা, সোশাল মিডিয়ায় তা জানালেন ভক্তরা ৷
বড়দিনের আমেজে ডাঙ্কির মুক্তি উৎসবের চেয়ে কম কিছু নয় দর্শকদের কাছে ৷ আতসবাজি ফাটিয়ে, ঢোল-নাগারা বাজিয়ে ছবি মুক্তির উদযাপনের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ ফিল্ম সমালোচক তরণ আদর্শ এই ছবির ওয়ান ওয়ার্ড রিভিউ দিয়ে বলেছেন, 'অসাধারণ' ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "ডাঙ্কি মেগা-ব্লকব্লাস্টার ৷ পারিবারিক বিনোদন মূলক ছবি শাহরুখের ফিল্মোগ্রাফিতে থাকবে উপরের দিকে ৷ রাজকুমার হিরানি এসআরকে-কে এমনভাবে উপস্থাপন করেছেন, তা এক কথায় অনবদ্য ৷ মন জয় করে নেওয়ার মতো ছবি ৷"
এক অনুরাগী লিখেছেন, "ডাঙ্কি এভারগ্রিন মাস্টারপিস ৷ রাজকুমার হিরানি অসাধারণ পরিচালক ৷ আমি বাকরুদ্ধ ৷ আবেগ, মজা, বিনোদন একটা প্যাকেজে সবকিছু রয়েছে ৷ শাহরুখ খানের কেরিয়ারের সেরা ছবি ডাঙ্কি ৷ রাজু হিরানিকে অনেক ভালোবাসা ৷"
সোশাল মিডিয়ায় 'ডাঙ্কি' দেখার পর আর এক অনুরাগী লিখেছেন, "এক কথায় আউটস্ট্যান্ডিং ছবি ৷ রাজকুমার ও শাহরুখ খানের সেরা ছবি ৷ শাহরুখ খানকে অভিনন্দন বছরের সেরা তিন নম্বর ছবি উপহার দেওয়ার জন্য ৷"
তবে আবার অনেক অনুরাগী ছবি দেখে হতাশ হয়েছেন ৷ তাঁদের কেউ লিখেছেন, "এই ছবির চিত্রনাট্য দুর্বল ৷ পুরনো হিন্দি সিরিয়াল ড্রামা ৷ হিরানি স্যারের সবচেয়ে বাজে কাজ ৷" আবার কেউ লিখেছেন, "ছবির চিত্রনাট্যে কোনও রকম যুক্তি নেই ৷ ডাঙ্কি অসফল ৷ বিনোদনের কোনও রসদ নেই ডাঙ্কি ছবিতে ৷"