পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কারও কাছে 'ব্লকব্লাস্টার' আবার অনেকেই 'হতাশ', 'ডাঙ্কি' ঘিরে সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া - shah rukh khan dunki

Dunki Movie First Reviews: দেশজুড়ে মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটির ছবি 'ডাঙ্কি' ৷ ভোর থেকে সিনেমা হলে দেখা গিয়েছে উপচে পড়া ভিড় ৷ কেমন হল চলতি বছরে বাদশার তিন নম্বর ছবি ? সোশাল মিডিয়ায় ছবি ঘিরে নানা মুণির নানা মত ৷

Dunki First Reviews
ডাঙ্কি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 11:36 AM IST

Updated : Dec 21, 2023, 1:15 PM IST

হায়দরাবাদ, 21 ডিসেম্বর: 'পাঠান' ও 'জওয়ান'- এর পর অপেক্ষা ছিল 'ডাঙ্কি'র ৷ রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটির ছবি অবশেষে মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে ৷ সকাল 5.55-র শো-তে গেইটি প্রেক্ষাগৃহে অনুরাগীদের ভিড় ছিল নজরকাড়া ৷ চলতি বছর মুক্তি পেয়েছে বাদশার তিন নম্বর ছবি ৷ কেমন হল ছবি দেখার অভিজ্ঞতা, সোশাল মিডিয়ায় তা জানালেন ভক্তরা ৷

বড়দিনের আমেজে ডাঙ্কির মুক্তি উৎসবের চেয়ে কম কিছু নয় দর্শকদের কাছে ৷ আতসবাজি ফাটিয়ে, ঢোল-নাগারা বাজিয়ে ছবি মুক্তির উদযাপনের ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ ফিল্ম সমালোচক তরণ আদর্শ এই ছবির ওয়ান ওয়ার্ড রিভিউ দিয়ে বলেছেন, 'অসাধারণ' ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "ডাঙ্কি মেগা-ব্লকব্লাস্টার ৷ পারিবারিক বিনোদন মূলক ছবি শাহরুখের ফিল্মোগ্রাফিতে থাকবে উপরের দিকে ৷ রাজকুমার হিরানি এসআরকে-কে এমনভাবে উপস্থাপন করেছেন, তা এক কথায় অনবদ্য ৷ মন জয় করে নেওয়ার মতো ছবি ৷"

এক অনুরাগী লিখেছেন, "ডাঙ্কি এভারগ্রিন মাস্টারপিস ৷ রাজকুমার হিরানি অসাধারণ পরিচালক ৷ আমি বাকরুদ্ধ ৷ আবেগ, মজা, বিনোদন একটা প্যাকেজে সবকিছু রয়েছে ৷ শাহরুখ খানের কেরিয়ারের সেরা ছবি ডাঙ্কি ৷ রাজু হিরানিকে অনেক ভালোবাসা ৷"

সোশাল মিডিয়ায় 'ডাঙ্কি' দেখার পর আর এক অনুরাগী লিখেছেন, "এক কথায় আউটস্ট্যান্ডিং ছবি ৷ রাজকুমার ও শাহরুখ খানের সেরা ছবি ৷ শাহরুখ খানকে অভিনন্দন বছরের সেরা তিন নম্বর ছবি উপহার দেওয়ার জন্য ৷"

তবে আবার অনেক অনুরাগী ছবি দেখে হতাশ হয়েছেন ৷ তাঁদের কেউ লিখেছেন, "এই ছবির চিত্রনাট্য দুর্বল ৷ পুরনো হিন্দি সিরিয়াল ড্রামা ৷ হিরানি স্যারের সবচেয়ে বাজে কাজ ৷" আবার কেউ লিখেছেন, "ছবির চিত্রনাট্যে কোনও রকম যুক্তি নেই ৷ ডাঙ্কি অসফল ৷ বিনোদনের কোনও রসদ নেই ডাঙ্কি ছবিতে ৷"

'ডাঙ্কি' ঘিরে সোশাল মিডিয়ায় অনুরাগীরা দুটি দলে ভাগ হয়ে গেলেও, সাত সকালে শাহরুখ খান দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন বার্তা ৷ দেশের বিভিন্ন প্রান্তে ছবির উৎসব উদযাপনের ভিডিয়ো শেয়ার করেছেন কিং খান ৷ তারপর তিনি লিখেছেন, "ইয়ে ডাঙ্কি জাহা সে শুরু হুয়ি থি...হাম ভি ঊহি সে করেঙ্গে স্টার্ট, আব আ ভি জাও সিনেমাস ম্যায়...আওয়ার রোলারকোস্টার রাইড ইজ রেডি টু ডিপার্ট ৷" তারপরেই অনুরাগীদের একটি ভিডিয়ো শেয়ার করে বাদশা বলেছেন, "বাইরে কুস্তি না করে এবার তো সিনেমা দেখতে যাও ৷ আর আমাকে জানিও ছবি দেখে তোমাদের ভালো লেগেছে কি না ৷"

আরও পড়ুন

1. 'ডাঙ্কি'র মুক্তি ঘিরে মাতোয়ারা মায়ানগরী, ঢোল-নাগারা বাজিয়ে ভোরের শোয়ে উপচে পড়া ভিড় বাদশা-বাহিনীর

2.নতুন অবতারে বিজয় সেতুপতি, ক্যাটরিনার সঙ্গে প্রেম আর রোমাঞ্চে ভরা কাহিনি নিয়ে হাজির শ্রীরাম

3.'অ্যানিম্যাল' ছবির নতুন পর্বের জন্য তৈরি সন্দীপ, কবে শুরু শুটিং?

Last Updated : Dec 21, 2023, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details