হায়দরাবাদ, 3 জুন: 2018 সালে কিং খানের শেষ ছবি 'জিরো' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর প্রায় চারবছর বড়পর্দায় দেখা যায়নি তাঁকে ৷ তবে এবছর অনুরাগীদের পরপর কয়েকটি ভাল খবর শুনিয়েছেন শাহরুখ ৷ একদিকে যেমন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'পাঠান' ছবিতে স্ক্রিনশেয়ার করবেন তিনি তেমনই আবার তাঁকে দেখা যাবে রাজকুমার হিরানির ছবি 'ডাঙ্কি'-তেও ৷ ইতিমধ্যেই এসে গিয়েছে আরও একটি নতুন ছবির খবরও ৷
তাঁর আগামী ছবির জন্য় দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের হাত ধরেছেন শাহরুখ ৷ ছবির ফার্স্ট লুক সামনে এসেছে ইতিমধ্যেই ৷ আর 'জওয়ান' নামের এই ছবিতে শাহরুখের চরিত্রের প্রথম ঝলক দেখে রীতিমত উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা ৷ আর এবার সামনে এল ছবির টিজার (Shah Rukh Khan New Film Teaser)৷ পুরোপুরি দক্ষিণী ছবির অঙ্কের সূত্রকেই যে অনুসরণ করবে এই ছবি তা বলাই বাহুল্য ৷ প্রথম ঝলকেই বুঝিয়ে দেওয়া অ্যাকশন ভরপুর হতে চলেছে শাহরুখের এই নতুন প্রজেক্ট ৷ শাহরুখ ছাড়া আর কাউকেই দেখানো হয়নি টিজারে ৷ পরিচালক যে খুব বেশি ক্লু সামনে আনতে চান না তা বলাই বাহুল্য ৷ হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মলয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে 'জওয়ান' ৷