কলকাতা, 13 সেপ্টেম্বর:ক্রেজটা তৈরি হয়েছিল অনেক আগে থেকেই ৷ আর মুক্তির পর থেকে তা ছাড়িয়ে গিয়েছে যাবতীয় প্রত্যাশা ৷ দেশজুড়ে এখন জওয়ান জ্বর ৷ এরই মধ্যে তাঁর সাম্প্রতিক ছবির নতুন একটি প্রোমো প্রকাশ করে উত্তেজনার পারদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন শাহরুখ খান ৷ সেই প্রোমোতে তাঁর বলা আগুন ঝরানো সংলাপের সঙ্গে আবার যোগ রয়েছে বাংলার সিনে জগতের ৷ ওই সংলাপ অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর মস্তিষ্কপ্রসূত ৷ লেখক সুমিত অরোরাকে সঙ্গে নিয়ে বলিউডের বাদশার জন্য ওই সংলাপের সৃষ্টি করেছেন তিনি ৷ এ কথা আজ নিজেই জানিয়েছেন অভিনেত্রী ৷ তাঁর প্রশংসা করে কিং খান কী বলেছেন, তাও শেয়ার করেন ঋতাভরী ৷
দেশজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে জওয়ানের বিজয়রথ টগবগিয়ে ছুটছে ৷ এরই মধ্যে বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে জওয়ানের একটি নতুন প্রোমো প্রকাশ করেছেন শাহরুখ খান ৷ যেখানে শাহরুখকে হুংকার দিয়ে বলতে শোনা গিয়েছে,
"ও অন্ত হ্যায় তো ম্যা কাল হুঁ…ও তীর হ্যায় তো ম্যায় ঢাল হুঁ…হাম পুণ্য-পাপ সে পরে, চিতা সে ও হাতিয়ার হুঁ…জো না টলে ও শ্রাপ হুঁ…ম্যায় তুমহারা বাপ হুঁ…।"
এই প্রোমোটি পোস্ট করে ক্যাপশনে কিং খান লেখেন, "বেটা তো বেটা...বাপ রে বাপ !! অব না রুকনা চলনে দে ৷" উল্লেখ্য, ছবিতে 'বাবা' শাহরুখকেই বেশি পছন্দ করেছেন দর্শকরা ৷