হায়দরাবাদ, 22 সেপ্টেম্বর: বক্স অফিসে একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিয়ে এগিয়ে চলেছে শাহরুখের 'জওয়ান' ৷ দেশের মাটিতে তো ইতিমধ্যেই ছবির ব্যবসা 500 কোটি ছাড়িয়েছে ৷ এবার বিদেশের মাটিতেও 950 কোটির ক্লাবের দোরগোড়ায় পৌঁছে গেল এই ছবি ৷ যদিও 16তম দিনে এই ছবি ভারতে সবচেয়ে কম আয় করবে বলেই অনুমান করেছে স্যাকনিল্ক ৷ বিশেষজ্ঞদের ধারনা শুক্রবার এই ছবির আয় দাঁড়াবে সিঙ্গেল ডিজিটে ৷
স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্টে দাবি করা হয়েছে শুক্রবার ছবির আয় দাঁড়াতে পারে 6.09 কোটি টাকা ৷ যার জেরে ভারতীয় বক্স অফিসে শাহরুখের এই ছবির মোট আয় বেড়ে দাঁড়াবে 532.87 কোটি ৷ অন্যদিকে এই ছবির বিশ্বব্যাপী আয়ের হিসাবও এদিন প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ৷ প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে 937.61 কোটি ৷ অর্থাৎ আশা করাই যায় এই সপ্তাহের শেষেই 950 কোটির ক্লাবে ঢুকে পড়বে 'জওয়ান' ৷