পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shah Rukh Khan To Suhana : হাততালি হোক বা ইট পাটকেল কোনটাই ধরে রাখা যায় না, অভিষেকের আগে মেয়েকে পরামর্শ কিং খানের - shah rukh khan gives a valuable advice to suhana

রূপোলি পর্দায় পা রাখার আগেই মেয়েকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিলেন কিং খান (Shah Rukh Khan Advice To Suhana) ৷

Shah Rukh Khan Suhana News
রূপোলি পর্দায় পা রাখার আগেই মেয়েকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিলেন কিং খান

By

Published : May 14, 2022, 4:33 PM IST

মুম্বই, 14 মে :অভিনয় জগতে পা রাখছেন শাহরুখ কন্য়া সুহানা খান ৷ পরিচালক জোয়া আখতারের ছবি দ্য আর্চিস-এর হাত ধরে বলিদুনিয়ায় পা রাখবেন সুহানা ৷ অবশ্য় শুধু সুহানা বিগ বির নাতি অগস্ত এবং শ্রীদেবী কন্যা খুশি কাপুরেরও ডেবিউ হতে চলেছে এই ছবিতেই ৷ ষাটের দশকের বিখ্যাত কমিকস দ্য আর্চিসকে পর্দায় আনাতে একঝাঁক তরুণের ওপর বাজি ধরেছেন জোয়া ৷ শনিবার সামনে এসেছে এই ছবির অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ৷

আর এই ভিডিয়ো সামনে আসতে না আসতে মেয়েকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিলেন কিং খান (Shah Rukh Khan Advice To Suhana) ৷ বলিউডের বাদশা এদিন এই ক্লিপিংয়ের একটি ছবি শেয়ার করে লেখেন, "মনে রেখো সুহানা তুমি কখনওই পারফেক্ট হতে পারবে না... কিন্তু সবসময় তার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে যেতে হবে তোমাকে ৷ অভিনেত্রী হিসাবে সবসময় সদয় হও এবং দিয়ে যাও... ইট-পাটকেল বা হাততালি কোনওটাই তোমার নয় যে রেখে দিতে পারবে, তোমার যে অংশটা পর্দায় থাকবে সেটাই তোমার থাকবে সবসময় ৷"

আরও পড়ুন : কাঁধ ছাপানো চুল, 'কভি ঈদ কভি দিওয়ালি'র জমজমাট লুকে ভাইজান

তিনি আরও লেখেন, "তুমি অনেক দূর এগিয়েছে বেবি.. কিন্তু মানুষের হৃদয়ে পৌঁছানোর রাস্তা অন্তহীন ৷ এগিয়ে যাও যতটা পার ততটা হাসি খুশি থাক ৷ লাইট..ক্যামেরা..অ্যাকশন-কে সুযোগ দাও আরেকজন অভিনেতার সঙ্গে চুক্তি করতে ৷" সুহানার নতুন ছবি আসতে চলেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৷ এই প্রোজেক্টটির প্রযোজনার দায়িত্ব রয়েছে টাইগার বেবি ফিল্মসের ওপর ৷ অ্যানাউন্সমেন্ট ভিডিয়োতেই দেখা যায় পিরিয়ড ড্রামার উপযুক্ত ভাবেই সাজিয়ে তোলা হয়েছে প্রত্যেকটি চরিত্রকে ৷ আগামি বছর অর্থাৎ 2023 সালে পর্দায় আসতে চলেছে এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details