মুম্বই, 14 মে :অভিনয় জগতে পা রাখছেন শাহরুখ কন্য়া সুহানা খান ৷ পরিচালক জোয়া আখতারের ছবি দ্য আর্চিস-এর হাত ধরে বলিদুনিয়ায় পা রাখবেন সুহানা ৷ অবশ্য় শুধু সুহানা বিগ বির নাতি অগস্ত এবং শ্রীদেবী কন্যা খুশি কাপুরেরও ডেবিউ হতে চলেছে এই ছবিতেই ৷ ষাটের দশকের বিখ্যাত কমিকস দ্য আর্চিসকে পর্দায় আনাতে একঝাঁক তরুণের ওপর বাজি ধরেছেন জোয়া ৷ শনিবার সামনে এসেছে এই ছবির অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ৷
আর এই ভিডিয়ো সামনে আসতে না আসতে মেয়েকে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিলেন কিং খান (Shah Rukh Khan Advice To Suhana) ৷ বলিউডের বাদশা এদিন এই ক্লিপিংয়ের একটি ছবি শেয়ার করে লেখেন, "মনে রেখো সুহানা তুমি কখনওই পারফেক্ট হতে পারবে না... কিন্তু সবসময় তার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে যেতে হবে তোমাকে ৷ অভিনেত্রী হিসাবে সবসময় সদয় হও এবং দিয়ে যাও... ইট-পাটকেল বা হাততালি কোনওটাই তোমার নয় যে রেখে দিতে পারবে, তোমার যে অংশটা পর্দায় থাকবে সেটাই তোমার থাকবে সবসময় ৷"