হায়দরাবাদ, 28 মার্চ:বিপুল সাফল্য কুড়িয়েছে তাঁর সাম্প্রতিকতম ছবি 'পাঠান' ৷ হাজার কোটির ক্লাবে জায়গা করে নেওয়া এই ছবির হাত ধরে কামব্যাক করেছেন কিং খান, ফের হেঁটেছেন সাফল্যের সরণিতে ৷ হারানো মসনদ ফিরে পাওয়ার পর এবার নিজেই নিজেকে উপহার দিলেন 'বাদশা' ৷ সাফল্যের পুরস্কার হিসাবে একটি গাড়ি কিনে ফেললেন অভিনেতা ৷ বিলাস বহুল গাড়ির প্রতি কিং খানের ভালোবাসার কথা তাঁর গাড়ির কালেকশন দেখলেই বোঝা যায় (Shah Rukh Khan buys 10cr Rolls Royce) ৷ এসআরকে'র গ্যারাজে এবার শোভা পাবে রোলস রয়েস ৷
বিএমডবলু থেকে অডি পর্যন্ত এসআরকের কালেকশনে রয়েছে বিলাসবহুল বেশিরভাগ বিদেশি গাড়িই ৷ এবার তাঁর বাহন হিসাবে যুক্ত হল একটি সাদা রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজ এসইউভি ৷ এই গাড়ির বাজারমূল্য দশ কোটিরও বেশি বলে জানা গিয়েছে ৷ শাহরুখের গাড়ির একটি ভিডিয়োও এখন ভাইরাল হয়ে ঘুরছে সোশালে ৷ যেখানে দেখা গিয়েছে শাহরুখের নয়া গাড়ির নম্বর 0555 ৷