পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK Calls His Fan: ক্যানসার আক্রান্ত অনুরাগীর শেষইচ্ছা তাঁকে দেখার, শুনেই ভিডিয়ো কল শাহরুখের - srk cancer fan

ক্যানসারে আক্রান্ত অনুরাগীর ইচ্ছা পূরণ করতে ভিডিয়ো কল করলেন শাহরুখ খান ৷ বাংলার এই অনুরাগীনির মেয়ের বিয়েতে আসার আশ্বাসও দিলেন তিনি ৷

SRK Calls His Fan
ক্যানসার আক্রান্ত ফ্যানকে ভিডিয়ো কল শাহরুখের

By

Published : May 23, 2023, 11:09 PM IST

হায়দরাবাদ, 23 মে: মন্নতের বাদশাহের জন্য় ফ্য়ানেরা ঠিক কী রকম পাগল তা কম বেশি সকলেই জানেন ৷ তাঁর জন্মদিনে যখন একবার কয়েক মুহূর্তের জন্য বাড়ির বারান্দায় আসেন শাহরুখ জনস্রোতের চেহারা দেখলেই বোঝা যায় অনুরাগীদের কাছে শাহরুখ খান শব্দ দু'টির অর্থ ঠিক কী! বছরের পর বছর ধরে যেমন ফ্যানেদের শাহরুখকে ঘিরে এই আবেগ একটু একটু করে শীর্ষে পৌঁছেছে ৷ তেমনই শাহরুখও তাঁর ফ্যানেদের জন্য় মাটির মানুষটি হয়ে থাকতেই পছন্দ করেন ৷ সম্প্রতি তাঁর বাংলার খড়দহের এক ক্যানসার আক্রান্ত অনুরাগীরও ইচ্ছা পূরণ করলেন কিং খান ৷

বহু বছর ধরে শাহরুখের এই অনুরাগীনী শিবানী চক্রবর্তী ভুগছেন টার্মিনাল ক্য়ানসারে ৷ সম্প্রতি একটি ভিডিয়োতে শিবানী তাঁর মেয়েকে নিয়ে তাঁর 'শেষ ইচ্ছা' ব্যক্ত করেন ৷ তিনি জানান, তাঁর শেষ ইচ্ছা একটাই তিনি একবার শাহরুখকে দেখতে চান ৷ শিবানী কন্য়া প্রিয়া এই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় পোস্ট করে শাহরুখ এবং তাঁর টিমকে ট্যাগ করেন ৷ এবার সেই অনুরাগীর সঙ্গেই ভিডিয়ো কলে কথা বলে তাঁর ইচ্ছা পূরণ করলেন বলিউডের বাদশাহ ৷

কথপোকথন চলাকালীন শিবানীকে অর্থ সাহায্য় করার কথাও উল্লেখ করেন শাহরুখ ৷ 57 বছর বয়সি এই অভিনেতা আগেও ফ্যানেদের পাশে দাঁড়িয়েছেন আর এবারও তার ব্যতিক্রম হলনা ৷ শাহরুখ এও কথা দেন শিবানীর কন্য়া অর্থাৎ প্রিয়ার বিবাহের দিনও উপস্থিত থাকবেন তিনি ৷ তা সে যবেই বিবাহ হোক না কেন ৷ সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে প্রায় 40 মিনিটের কাছাকাছি তিনি কথা বলেন শিবানী এবং তাঁর কন্য়ার সঙ্গে ৷ শুধু তাই নয় তিনি এও বলেন পরেরবার কলকাতায় এলে তিনি তাঁদের হাতে রান্না করা মাছ খেতে চান ৷

রূপোলি পর্দায় এক রূপে শাহরুখকে দেখে অভ্যস্ত সকলে ৷ তবে আরেকজন শাহরুখ আছেন এই অভিনেতার ভিতরেই ৷ সেই মানুষটি আজও তাঁর কঠিন দিনগুলির কথা ভুলতে পারেননি ৷ আর তাই সেই ফ্যানেরা যাঁরা তাঁকে এত জনপ্রিয় করেছেন তাঁদের জন্য় তিনিও কিছু করতে সর্বদা প্রস্তুত ৷ আগামীতে শাহরুখকে দেখা যাবে অ্য়াটলি কুমার পরিচালিত 'জওয়ান' ছবিতে ৷
আরও পড়ুন:কান এর মঞ্চে শান্তির দাবিতে প্রতিবাদী নারী, রক্তে রাঙালেন নিজের হাত মুখ

ABOUT THE AUTHOR

...view details