হায়দরাবাদ, 29 অগস্ট:'জিন্দা বান্দা' এবং 'চলে আ'র পর মুক্তি পেল 'জওয়ান'-এর তৃতীয় গান ৷ ছবির ট্রেলার কবে আসবে তা নিয়ে এখন অপেক্ষার প্রহর গুনছেন অনুরাগীরা ৷ কিন্তু সেই ট্রেলারমুক্তির আগে নতুন গানে আগ্রহ আরও বাড়িয়ে দিলেন শাহরুখ খান ৷ দিনকয়েক আগেই শাহরুখ এই গান এবং ট্রেলারমুক্তির ঘোষণা করেছিলেন ৷ সেই ঘোষণামতোই আরও একবার অনিরুদ্ধ রবিচন্দ্রর হাত ধরে মুক্তি পেল 'নট রামাইয়া বস্তাবাইয়া' ৷
আদ্যপান্ত এই নাচের গানটিতে শাহরুখকে পাওয়া গেল চেনা ছন্দে ৷ এই বয়সেও স্টেজে যেভাবে তিনি মন মাতালেন, তা সত্যিই অনবদ্য ৷ শাহরুখের এই এনার্জেটিক পারফরম্যান্স দেখে অভিভূত অনেকেই ৷ পাঁচ ঘন্টার মধ্যে গানটি দেখে ফেলেছেন প্রায় 25 লক্ষ মানুষ ৷ 'নট রামাইয়া বস্তাবাইয়া' গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি, অনিরুদ্ধ রবিচন্দ্র এবং শিল্পা রাও ৷ আর গানের কথা লিখেছেন কুমার ৷
পরিচালক অ্যাটলি কুমারের 'জওয়ান' মুক্তি পেতে চলেছে আগামী 7 সেপ্টেম্বর ৷ যেটুকু জানা গিয়েছে তাতে আগামী 31 অগস্ট দুবাইয়ের বুর্জ খলিফায় ছবির ট্রেলার লঞ্চ করবেন শাহরুখ ৷ এই ছবির প্রিভিউ সামনে আসার পর থেকেই তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল নেটপাড়ায় ৷ চমকের পর চমক দিয়ে যেভাবে সকলকে মাত করেছিলেন তিনি এবার ট্রেলারেও কী তেমনই কিছু থাকবে সেটাই এখন দেখার ৷
আরও পড়ুন:আরও একবার 'চাঁদের পাহাড়' ! জল্পনা উসকে জানালেন পরিচালক কমলেশ্বর
ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে বিজয় সেতুপতি এবং নয়নতারাকেও ৷ সঙ্গে একাধিক তারকার ক্যামিয়ো দেখা যাবে এই ছবিতে ৷ থাকবেন দীপিকা পাড়ুকোন, সুনীল গ্রোভার এবং সানায়া মালহোত্রার মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ এখন শাহরুখ পাঠান ছবির সাফল্য এই ছবিতেও ধরে রাখতে পারেন কি না, সেটাই দেখার ৷ তার উত্তর পেতে গেলে অবশ্য় অপেক্ষা করতেই হবে সেপ্টেম্বর পর্যন্ত ৷