পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK-Deepika Chemistry: 'আভি তো দিল জওয়ান হ্যায়', সাকসেস মিটে ভাইরাল শাহরুখ-দীপিকার কেমেস্ট্রি - শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন

Jawan Success Meet: ছবির সাকসেস মিটে এসে স্টেজ মাতিয়ে দিলেন বলিউড কিং খান ও তাঁর 'লাকি চার্ম' দীপিকা ৷ ছবির 'জওয়ান' ছবির হিট গান 'ছলেয়া'-র গানে পা মেলালেন শাহরুখ ও দীপিকা ৷

Etv Bharat
শাহরুখ-দীপিকার কেমিষ্ট্রি

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 9:33 PM IST

Updated : Sep 15, 2023, 10:51 PM IST

হায়দরাবাদ, 15 সেপ্টেম্বর: 2007 সালে বলিউড পেয়েছিল শান্তিপ্রিয়াকে ৷ কিং খানের হাত ধরে দীপিকা হয়ে উঠেছিলেন ওমের শান্তি ৷ সেই শুরু ৷ 16 বছরের বন্ধুত্ব ও তাঁদের রসায়ন আজও পর্দা কাঁপায় ৷ ঝড় তোলে বক্সঅফিসে ৷ 'হ্যাপি নিউ ইয়ার', 'চেন্নাই এক্সপ্রেস', 'পাঠান'-এর মতো হিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ৷ এবার 'জওয়ান'-এ দীপিকা-শাহরুখ কেমেস্ট্রি নজর কেড়েছে অনুরাগীদের ৷

'জওয়ান' ছবিতে খুব অল্প সময়ের জন্য দেখা গিয়েছে শাহরুখের লাকি চার্মকে ৷ কিন্তু তার ইমপ্যাক্ট ছবির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে ৷ তাঁদের এই সম্পর্কের ঝলকের আরও একবার সাক্ষী থাকল ফ্যানেরা ৷ শুক্রবার যশরাজ স্টুডিয়োতে 'জওয়ান' সাকসেস মিটের আয়োজন করা হয়েছিল ৷ অ্যাটলি-সহ এদিন উপস্থিত ছিলেন ছবির অনান্য কলাকুশলীরা ৷ তবে স্পটলাইট কেড়ে নেন দীপিকা-শাহরুখ ৷ হাসি-ঠাট্টায় জমে ওঠে আড্ডা ৷ শুধু তাই নয়, 'জওয়ান' ছবির হিট গান 'ছলেয়া'-য় পা মেলান এই দুই তারকা ৷

এদিন অনুষ্ঠানে লাইভ গান করেন রাজা কুমারি ও মিউজিক কম্পোজার অনিরুদ্ধ ৷ ছবির হিটা গান ছলেয়ার তালে মেতে ওঠেন বাদশা ও দীপিকা ৷ এরপর তাঁদেরকেও রোম্যান্টিক গানে পারর্ফম করার জন্য ডেকে নেওয়া হয় মঞ্চে ৷ সেখানেই দুই তারকার যুগলবন্দি নাচ ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ 'ছলেয়া'-র তালে পা মেলাতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন উপস্থিত অনুরাগীরা ৷ এরপর এই অনুষ্ঠানেই দীপিকা জানান, চবিতে অভিনয়ের জন্য তিনি কোনও পারিশ্রমিক নেননি ৷ তিনি এই ছবিতে ক্যামিও চরিত্র করতে রাজি হয়েছেন শুধুমাত্র শাহরুখের প্রতি ভালোবাসা ও বন্ধুত্বের কারণে ৷

আরও পড়ুন: 'জওয়ান' সাকসেস মিটে দীপিকা-শাহরুখ, নাচে-গানে জমজমাট আড্ডা

'জওয়ান' ছবিতে শাহরুখ-দীপিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে নয়নতারা, বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা-সহ আরও অনেকে ৷ গ্লোবালি বক্সঅফিসে ইতিমধ্যেই 'জওয়ান' পার করেছে 650 কোটি টাকা ৷ অ্যাটলি পরিচালিত এই ছবিতে শাহরুখকে দেখা গিয়েছে দ্বৈত চরিত্রে ৷ বাবা (বিক্রম রাথোর) ও ছেলে (আজাদ) চরিত্র ফুটিয়ে তোলেন কিং খান ৷ দীপিকা অভিনয় করেন বিক্রম রাথোরের স্ত্রী-র চরিত্রে ৷

Last Updated : Sep 15, 2023, 10:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details