মুম্বই, 13 জানুয়ারি:আক্ষরিক অর্থেই মন-প্রাণ ঢেলে 'পাঠান' (Pathaan News) তৈরি করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan News) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone News)৷ এই ছবির জন্য জাপানি মার্শাল আর্টি জুজুৎসু শিখেছেন তাঁরা (SRK-Deepika Learnt Jujutsu for Pathaan)৷ সম্প্রতি এ কথা প্রকাশ করেছেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ আগামী 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে পাঠান ।
শুক্রবার পরিচালক সিদ্ধার্থ আনন্দ একটি র্যাপিড ফায়ার ভিডিয়োর মাধ্যমে পাঠান সম্পর্কে বেশকিছু অজানা তথ্য প্রকাশ করেছেন, সে কথা তুলে ধরেছে ওয়াইআরএফ । সেই ক্লিপে তিনি জানিয়েছেন যে, অভিনেতারা বরফের উপর বাইক চালানো এবং ট্রেনের মাথায় চড়া-সহ লড়াইয়ের নানা রকম কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে গিয়েছেন ৷ অভিনেতারা এই ছবির জন্য জাপানি মার্শাল আর্ট জুজুৎসুও শিখেছেন বলে জানান পরিচালক ৷ তিনি আরও বলেন যে, তিনি বাইক নিয়ে স্টান্ট পছন্দ করেন, তবে চলচ্চিত্রে তাঁর প্রিয় অ্যাকশন সিকোয়েন্সটি ছিল ট্রেনের উপরে ৷
শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে সিদ্ধার্থ বলেন, এসআরকে-এর পাঠান "সেক্সি', দীপিকার চরিত্রটি "খুব সেক্সি" এবং জনের জিম "খুব হট"। সম্প্রতি নির্মাতারা ছবিটির ট্রেলার উন্মোচন করেছেন, যা দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা অর্জন করেছে । দুই মিনিটের ট্রেলারে শাহরুখ এবং দীপিকাকে এক শক্তিশালী শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো গুপ্তচর এজেন্ট হিসাবে দেখানো হয়েছে ৷