পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK-Deepika Learnt Jujutsu for Pathaan: পাঠানের জন্য জাপানি মার্শাল আর্ট জুজুৎসু শিখেছেন শাহরুখ-দীপিকা - Pathaan News

পাঠানের (Pathaan News) জন্য জাপানি মার্শাল আর্ট জুজুৎসু শিখেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ৷ এ কথা জানিয়েছেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ (SRK-Deepika Learnt Jujutsu for Pathaan)৷

Shah Rukh Khan Deepika Padukone ETV Bharat
শাহরুখ-দীপিকা

By

Published : Jan 13, 2023, 7:38 PM IST

মুম্বই, 13 জানুয়ারি:আক্ষরিক অর্থেই মন-প্রাণ ঢেলে 'পাঠান' (Pathaan News) তৈরি করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan News) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone News)৷ এই ছবির জন্য জাপানি মার্শাল আর্টি জুজুৎসু শিখেছেন তাঁরা (SRK-Deepika Learnt Jujutsu for Pathaan)৷ সম্প্রতি এ কথা প্রকাশ করেছেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ আগামী 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে পাঠান ।

শুক্রবার পরিচালক সিদ্ধার্থ আনন্দ একটি র‌্যাপিড ফায়ার ভিডিয়োর মাধ্যমে পাঠান সম্পর্কে বেশকিছু অজানা তথ্য প্রকাশ করেছেন, সে কথা তুলে ধরেছে ওয়াইআরএফ । সেই ক্লিপে তিনি জানিয়েছেন যে, অভিনেতারা বরফের উপর বাইক চালানো এবং ট্রেনের মাথায় চড়া-সহ লড়াইয়ের নানা রকম কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে গিয়েছেন ৷ অভিনেতারা এই ছবির জন্য জাপানি মার্শাল আর্ট জুজুৎসুও শিখেছেন বলে জানান পরিচালক ৷ তিনি আরও বলেন যে, তিনি বাইক নিয়ে স্টান্ট পছন্দ করেন, তবে চলচ্চিত্রে তাঁর প্রিয় অ্যাকশন সিকোয়েন্সটি ছিল ট্রেনের উপরে ৷

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে সিদ্ধার্থ বলেন, এসআরকে-এর পাঠান "সেক্সি', দীপিকার চরিত্রটি "খুব সেক্সি" এবং জনের জিম "খুব হট"। সম্প্রতি নির্মাতারা ছবিটির ট্রেলার উন্মোচন করেছেন, যা দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা অর্জন করেছে । দুই মিনিটের ট্রেলারে শাহরুখ এবং দীপিকাকে এক শক্তিশালী শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো গুপ্তচর এজেন্ট হিসাবে দেখানো হয়েছে ৷

আরও পড়ুন:মুক্তি পেল 'পাঠান' ছবির ট্রেলার, উৎসাহিত কিং খানের ভক্তরা

জন আব্রাহামের চরিত্রটি ভারতে একটি বড় হামলার পরিকল্পনা করছেন । শাহরুখের চরিত্রটিকে সংলাপের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয়, "পার্টি পাঠান কে ঘর রাখোগে তো মেহমান নাভাজিকে লিয়ে পাঠান তো আয়েগা অর পঠাকে ভি লেয়েগা ।" ট্রেলারটি "সিটি মার" বার্তায় শেষ হয়েছে, এসআরকে সেখানে বলেছেন, "এক সৈনিক ইয়ে না পুছতা দেশ নে উসকে লিয়ে কেয়া কিয়া, পুছতা হ্যায় ওহ দেশ কে লিয়ে কেয়া কর সক্তা হ্যায় ৷ জয় হিন্দ ।"

'পাঠান'-এর মধ্যে দিয়ে 4 বছর পর রূপালী পর্দায় প্রত্যাবর্তন ঘটছে বলিউডের বাদশার । এসআরকে-কে শেষ দেখা গিয়েছিল জিরো-তে ৷ 2018 সালে মুক্তি পেয়েছিল সেই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details