পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK Congratulates Suhana: আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সুহানা, অভিনন্দন শাহরুখের - শাহরুখ খান

আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সুহানা খান ৷ তাঁর এই নয়া দায়িত্বের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাবা শাহরুখ খান ৷

SRK Congratulates Suhana ETV Bharat
সুহানা ও শাহরুখ

By

Published : Apr 13, 2023, 10:53 AM IST

মুম্বই, 13 এপ্রিল:গ্ল্যামার জগতে বলিউডের বাদশার রাজত্বকে এগিয়ে নিয়ে যেতে এ বার বড় দায়িত্বে তাঁর কন্যা সুহানা খান ৷ শিগগিরই তিনি বলিউডে অভিষেক করতে চলেছেন ৷ তবে তার আগেই একটি আন্তর্জাতিক মেক-আপ ও প্রসাধনী ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন শাহরুখ-কন্যা ৷ এই ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হিসেবে আত্মপ্রকাশ করার পর মেয়েকে অভিনন্দন জানিয়েছেন কিং খান ৷

মুম্বইতে ওই ব্র্যান্ডের একটি ইভেন্টে সুহানা খানের বক্তব্য পেশের একটি ভিডিয়ো ক্লিপ বুধবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন শাহরুখ খান ৷ সেখানে লাল প্যান্টসুটে স্টাইলিশ লুকে দেখা গিয়েছে শাহরুখ-কন্যাকে ৷ এটাই তাঁর কেরিয়ারের প্রথম বড় কোনও চুক্তিতে স্বাক্ষর বলে মনে করা হচ্ছে ৷

কন্যার এই পথ চলার শুরুতে তাঁকে অভিনন্দন জানিয়ে অনুপ্রাণিত করেছেন কিং খান ৷ তিনি লিখেছেন, "ভালো পোশাক পরেছো...ভালো কথা বলেছো...ভালো হয়েছে এবং যদি আমি কিছু ক্রেডিট নিতে পারি, সেটা হল ভালোভাবে বড় হয়েছো ! লাভ ইউ মাই লিটল লেডি ইন রেড !!" বাবার এই বার্তায় আপ্লুত সুহানা ৷ তিনি এর জবাব দিয়ে লিখেছেন, "তোমাকে ভালোবাসি !! খুব সুন্দর ।"

মুম্বইয়ের ইভেন্টে বেশ সাবলীল ভঙ্গিতে বক্তব্য রাখতে দেখা গিয়েছে সুহানা খানকে ৷ তিনি বলেন, "আমি এখানে আসতে পেরে এবং আপনাদের সামনে বলতে পেরে খুবই এক্সাইটেড ৷ আমরা ফিল্মে একটি ভালো সময় কাটিয়েছি ৷ আমরা যা চিত্রায়িত করেছি, তা আপনাদের দেখানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ৷ এই ব্র্যান্ডের অনেক আইকনিক পণ্য, বিশেষ করে তাদের দুরন্ত মাস্কারার মালিক মেবেলিইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়াটা একটি সম্মানের বিষয় ৷ কিন্তু, হ্যাঁ, আমি এই ব্র্যান্ডের অংশ হতে পেরে খুবই উত্তেজিত এবং খুশি ও আমি এটাকে আপনাদের সবার সামনে তুলে ধরার জন্য অপেক্ষায় আছি ।"

এর আগে, সুহানা তাঁর এই নতুন সিদ্ধান্তের বিষয়ে ইঙ্গিত দিয়ে তাঁর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ৷ 2021 সালে সুহানা নিউ ইয়র্ক ইউনিভার্সিটির টিশ স্কুল অফ আর্টসে পড়াশোনা শেষ করার পরে ভারতে ফিরে আসেন । বর্তমানে তাঁর প্রথম হিন্দি ছবি দ্য আর্চিসের মুক্তির অপেক্ষায় রয়েছেন শাহরুখ-কন্যা । এই বছরের শেষের দিকে নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি ।

আরও পড়ুন:বিদেশি বিউটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর শাহরুখ-কন্যা, নেপোটিজম বিতর্ক শুরু নেটপাড়ায়

ABOUT THE AUTHOR

...view details