পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shah Rukh Khan: সৌদি আরবে 'ডাঙ্কি'-র শুটিং শেষ করলেন শাহরুখ - SRK announces Dunki Saudi Arabia schedule wrap

বুধবার ভক্তদের জন্য বড় সুখবর দিলেন কিং খান ৷ শাহরুখ এদিন একটি সুন্দর ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন ছবির জন্য সৌদি আরবে এতদিন চলা শুটিংপর্ব শেষ হয়েছে ৷

Shah Rukh Khan announces Dunki Saudi Arabia schedule wrap in a heartfelt video
সৌদি আরবে 'ডাঙ্কি'-র শুটিং শেষ করলেন শাহরুখ

By

Published : Dec 1, 2022, 12:17 PM IST

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: চার বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের বাদশাহ শাহরুখ ৷ আগামী বছর একই সঙ্গে তিনটি ছবি নিয়ে হাজির হতে চলেছেন কিং খান ৷ তার মধ্যে একদিকে যেমন রয়েছে স্পাই থ্রিলার 'পাঠান' তেমনই রয়েছে অ্য়াকশন এন্টারটেইনার 'জওয়ান' এবং রাজকুমার হিরানির 'ডাঙ্কি'-ও ৷ এই তৃতীয় ছবিটি নিয়ে আলাদা করে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্য়ে ৷ কারণ এর আগে রাজকুমার হিরানির সঙ্গে এই প্রথম জুটি বাঁধবেন শাহরুখ ৷ যদিও এই কিংবদন্তি পরিচালক তাঁর প্রথম ছবি 'মুন্নাভাই এমবিবিএস'-এই কাজ করতে চেয়েছিলেন শাহরুখের সঙ্গে ৷ কিন্তু সেই আশা পূরণ হয়নি ৷ বহু জল্পনার পর অবশেষে সঞ্জয়ের সঙ্গে কাজ করেন রাজকুমার ৷ এবার অবশেষে এসআরকে-রাজকুমার জুটি আসছে পর্দায়(SRK New Film Dunki ) ৷

আর বুধবার তো ভক্তদের জন্য আরও বড় সুখবর দিলেন কিং খান ৷ শাহরুখ এদিন একটি সুন্দর ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন তাঁর এই ছবির জন্য সৌদি আরবে যে শুটিংপর্ব ছিল তা তিনি শেষ করেছেন(SRK announces Dunki Saudi Arabia schedule wrap) ৷ ভিডিয়োতে এসআরকেকে দেখা গিয়েছে ভীষণ খুশি মেজাজে ৷ তিনি বলেন, 'শুটিং শিডিউল শেষ করার চেয়ে বেশি তৃপ্তিদায়ক আর কিছুই নেই(Dunki Saudi Arabia schedule wrap ) ৷ রাজু স্যার এবং পুরো টিমকে অনেক ধন্যবাদ । এছাড়াও, সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণককে ধন্যবাদ । তারা এত ভালো জায়গা দেওয়ার পাশাপাশি আমাদের দারুণভাবে সাহায্য করেছে '(SRK New Film Dunki Shooting)।

আরও পড়ুন:ইডির জেরার মুখে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা

এই ছবিটি তৈরি হচ্ছে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অভিবাসীদের নিয়ে । শাহরুখ খান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাপসী পান্নু, ভিকি কৌশল এবং বোমান ইরানিকে । স্বাভাবিকভাবেই ছবি নিয়ে আগ্রহের সীমা নেই ৷ আগামী বছর 22 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details